দিঘা উপকূলে চাঞ্চল্য। সমুদ্রে ভেসে আসা অজানা ধাতব বস্তুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সমুদ্র স্নানে ভীতি তৈরি হয় পর্যটকদের মধ্যে।
2/6
কিন্তু কী ভেসে এসেছিল সমুদ্রে? অজানা বস্তু সম্পর্কে কী জানাচ্ছে পুলিস?
3/6
সূত্রের খবর অনুযায়ী, ভেসে আসা ধাতব বস্তুটিকে জাহাজের ভাসমান বয়া বলে জানিয়েছে পুলিস। যদিও প্রাথমিক ভাবে দূর থেকে সমুদ্রে ওই বস্তু ভেসে আসতে দেখেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
4/6
জানা গিয়েছে, শেষ ঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় বড় বড় ঢেউ উপকূলের দিকে ধেয়ে আসে। এরপর বালাসোর জেলার উদয়পুর সমুদ্রের কাছে এটি প্রথমে বহু দূরে দেখা যায়।
5/6
অজানা বিশাল লোহার বস্তু ভেসে উঠতে দেখে লোকজন। স্থানীয় কয়েকজন জেলে বোর্টের সহায়তায় বস্তুটির কাছে গিয়ে দেখেন। বস্তুটি খতিয়ে দেখা হয়, এটি লাল রঙের ছিল যার গায়ে B.I.W.T.A লেখা ছিল। এই বয়া জাহাজকে পথ দেখায়। প্রথমে উদয়পুর সমুদ্র স্পর্শ করার পর এখন ধীরে ধীরে দীঘা সমুদ্র সৈকতের কাছে ভেসে যাচ্ছে।
6/6