গোয়ার নয়া মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন প্রমোদ সাওয়ান্ত। গভীর রাতে রাজভবনে শপথ নেন তিনি। প্রমোদ সাওয়ান্তের সঙ্গেই শপথ নেন ১১ জন নেতা। মঙ্গলবার সকালে নয়া মন্ত্রিসভা গঠন করতে পারেন প্রমোদ সাওয়ান্ত। এমনকি দফতরও ভাগ হতে পারে বলে জানা যাচ্ছে।

মনোহর পার্রিকারের প্রয়াণের জেরে গোয়ায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের মাধ্যমে সেই রাজনৈতিক অস্থিরতায় ইতি পড়ল বলে মনে করা হচ্ছে। বর্তমানে স্পিকারের দায়িত্ব পালন করছিলেন গোয়ার নয়া মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সেই পদ থেকে ইস্তফা দিতে পারেন তিনি। পাশাপাশি, গোয়ার নয়া মুখ্যমন্ত্রী পদে বিধানসভার স্পিকার প্রমোদ সায়ন্তকের নাম শোনা যাচ্ছে৷

অন্যদিকে, প্রমোদকে মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে সকাল থেকে চলে নাটক। কারণ মুখ্যমন্ত্রী পদে প্রমোদকে মানতে রাজি ছিল না বিজেপির জোটসঙ্গীরা৷ ফলে বেকায়দায় পরে বিজেপি৷ আলোচনার মাধ্যমে জোটসঙ্গীদের বোঝানোর চেষ্টা চালিয়ে যায় গেরুয়া শিবির৷ অপরদিকে এদিন সকালেও রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানায় কংগ্রেস৷ ফলে সমস্যা আরও জটিল হয়। শেষমেশ দীর্ঘ আলাপ-আলোচনার পর গভীর রাতে গোয়ার রাজভবনে শপথ নেন প্রমোদ।

প্রসঙ্গত, রবিবার প্রয়াত হয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর৷ রাজ্যে এখন শোকের ছায়া৷ কিন্তু শাসক-বিরোধী দুই তরফের মাথায় রয়েছে রাজ্য রাজনীতির সমীকরণও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.