রেল লাইনে রাখা ছিল বিস্ফোরক। দূর থেকে সেই বিস্ফোরণ ঘটানো হল রিমোট কন্ট্রলের সাহায্যে। যার জেরে প্রাণ গেল চার নিরাপত্তারক্ষীর। জখম হয়েছেন আরও অনেকে। একই সঙ্গে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের একাধিক কামরা।
রবিবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে পাকিস্তানের নাসিরাবাদ জেলার রাব্বি এলাকায়। সেই সময়ে ই রেল লাইন দিয়ে জাফ্র এক্সপ্রেস যাচ্ছিল। আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে রেল লাইন। ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়। বহু মানুষ জখম হয়ে যান।
বিস্ফোরোণের খবর পেয়েই ঘটনাস্থলে যান পাক রেলমন্ত্রী সেখ রশিদ আহমেদ। ট্রেনের উপরে এই ধরনের জঙ্গিহানা অত্যন্ত নিন্দনীয় বলে তিনি মন্তব্য করেন। জখম যাত্রীদের হাসপাতালে পাঠানর ক্ষেত্রেও তিনি বিশেশ ভূমিকা নিয়েছিলেন।
রেল লাইনে বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন বালোচ লিবারেশন টাইগারস(বিএলটি)। কিভাবে এবং কোন উপায়ে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে তাও জানিয়ে দিয়েছে বিএলটি।