উত্তর কলকাতার ভোটারদের গণতন্ত্র অধিকার প্রয়োগে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল নির্বাচন কমিশন৷ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এবার ‘এক গুচ্ছ গল্প’ তৈরি করতে চলেছে নির্বাচন কমিশন৷
উত্তর কলকাতা কেন্দ্রে ভোট শেষ দফায়৷ অর্থাৎ আগামী ১৯ মে৷ সেই নির্বাচনে যাতে এলাকার বেশি সংখ্যক ভোটার ভোটদানে অংশ গ্রহণ করেন তার জন্য ১২টি তথ্যচিত্র তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন৷ উত্তর কলকাতা নির্বাচনী কার্যালয়ের সুত্রের খবর, উত্তর কলকাতার আড্ডা থেকে শুরু করে বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে ভোটারদের ভোটদানে উৎসাহ্য দেওয়ার বার্তা দেওয়া হবে এই তথ্যচিত্রে৷
সত্যজিত রায়ের এক গুচ্ছ গল্প থেকেই ধারনা নিয়ে এই তথ্যচিত্র তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে৷ এক আধিকারিক বলেন, ‘‘বাঙালিদের গল্পের প্রতি চিরকালই দুর্বলতা রয়েছে৷ সেই বিষয়টিকে মাথায় রেখেই তথ্যচিত্র তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আমাদের বিশ্বাস এই ভাবে উত্তর কলকাতার মানুষদের ভোটদানে উৎসাহ বাড়ানো যাবে৷’’
এই তথ্যচিত্র তৈরি করতে ইতিমধ্যেই ১০ জনের গ্রুপ থিয়েটারের সদস্যদের একটি টিম তৈরি করা হয়েছে৷ পাশাপাশি ৫ জন টেকনিশিয়ানের একটি টিম শহরের বিভিন্ন এলাকায় এই তথ্যচিত্র তৈরি করতে কাজ করছে পুরোদমে৷ চলতি মাসের শেষ দিকে এই গল্প গুচ্ছ গুলি দেখানো হবে৷ পাশাপাশি বিভিন্ন সোশাল মিডিয়াতেও এই গুলি দেখানোর ব্যাপারে পরিকল্পনা করছে নির্বাচন কমিশন৷
তথ্য বলছে গত তিনটি লোকসভা ভোটে উত্তর কলকাতার ভোটাররা সব থেকে কম ভোট দিয়েছেন৷ শেষবার তথা ২০১৪ সালের লোকসভা নির্বাচনে উত্তর কলকাতায় ৬৬.০৮ শতাংশ ভোট পরেছিল, যেখানে সারা রাজ্যের ভোটিং হার ছিল ৮২.২২ শতাংশ৷ এই লোকসভা নির্বাচনে তথ্যচিত্রের সাহায্য উত্তর কলকাতার ভোটিং হারের শতাংশে বৃদ্ধি আনতে পারবে বলে আশাবাদী নির্বাচন কমিশন৷