তুলকালাম রাজস্থান (Rajasthan)। মরুরাজ্যে এমন এক ঘটনা ঘটল যার জেরে রীতিমতো নড়েচড়ে বসেছে প্রশাসন। সম্প্রতি, জয়পুরে (Jaipur) আন্ডার গার্মেন্টস তৈরি করা কোম্পানির এক পোস্ট হোল্ডারকে এক ব্যক্তি হুমকি মেল পাঠায়। তাতে বলা হয়েছে কোম্পানি যদি তার কথা মতো কাজ না করে তাহলে সে মহিলাদের সমস্ত তথ্য বিদেশে বিক্রি করে দেবে।১০০০ থেকে ১৫০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮২ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ ২৩ হাজার টাকা পর্যন্ত না পাঠায়, তাহলে কোম্পানির সাইট হ্যাক করে ১৫ লক্ষ হিন্দু মেয়েদের তথ্য ইসলামিক দেশে পাঠিয়ে দেবে। এরপরই তদন্তে নামে রাজস্থান পুলিস। এসওজি অ্যাকশন নিয়ে এই মামলায় সঞ্জয় সোনি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।রাজস্থান পুলিসের এসওজি জানায় যে আন্ডার গার্মেন্টস কোম্পানির পোস্ট হোল্ডার এক ব্যক্তি, এই অভিযোগ পুলিসে নথিবদ্ধ করান। তিনি জানেন যে, এই কোম্পানির সঙ্গে ৯২ লক্ষ মহিলা যুক্ত রয়েছে। ওই হ্যাকার ২৪ এপ্রিল কোম্পানিকে মেল পাঠায়। যাতে লেখা ছিল যে তিনি ১৫ জন মহিলার ব্যক্তিগত তথ্য তাদের কোম্পানি থেকে হ্যাক করে ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছে।এরপর অভিযুক্ত ১৬ মে টুইট করে জানায়, দেড় মিলিয়ন অর্থাৎ ১৫ লক্ষ হিন্দু মেয়েদের ডাটা ইসলামিক দেশের কাছে পাঠানো হচ্ছে। ২৫ মে ফের কোম্পানিকে মেল করে জানায় প্রায় এক লক্ষ ২৩ হাজার টাকা তাদের দিতে হবে।কোম্পানির রিপোর্টে অভিযোগ করে যে ইসলামিক দেশে বাস করা হিন্দু মেয়েদের ডাটার কথা তুলে অভিযুক্ত সম্প্রদায়িক সদ্ভব নষ্ট করতে চেষ্টা করছে। এদিকে অভিযুক্ত নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে হিন্দু মেয়েদের হুমকি দিতে থাকে। পুলিশ অভিযুক্তের অ্যাকাউন্ট তদন্ত করে অ্যাকশন নেওয়া শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। পুলিস জানায় যে, অভিযুক্তের নাম সঞ্জয় সোনি এবং সে উদয়পুরের বাসিন্দা। পুলিশ জানায় যে, সে নিজে একটি গ্রুপের অংশ।এরই মধ্যে অবাক করা বিষয় হল, অভিযুক্ত সঞ্জয় সোনি সোশ্যাল মিডিয়া একাউন্টে নিজেকে জাতীয়তাবাদী বলে দাবি করে। সেখানে নিজের একটি পোস্টে সে লেখে মহিলাদের তথ্য সুরক্ষিত নয়। সেগুলি মুসলিম গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক মহিলা ইউজারদের কোম্পানির বিরুদ্ধে পুলিশের অভিযোগ করা উচিত। এছাড়া দিল্লিতে কপিল মিশ্রর সঙ্গে সমস্ত তথ্য শেয়ার করে দেওয়া হয়েছে। সমস্ত মহিলারা সুরক্ষিত থাকুন।
2023-06-07