টানা ২৫ দিনের মূল্যবৃদ্ধি পর দাম কমল পেট্রোল-ডিজেলের। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ওয়েবসাইটের তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার দেশের মেট্রো শহরগুলিতে পেট্রোলের দাম কমেছে ৯ থেকে ১০ পয়সা এবং ডিজেলের দাম ৬ থেকে ৭ পয়সা।
বৃহস্পতিবার পেট্রোল-ডিজেলের দাম নিম্নলিখিত:
১. দিল্লি: ইন্ডিয়ান অয়েলের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম কমেছে ১০ পয়সা যার ফলে বর্তমান দাম ৭৪.৫১ টাকা, ডিজেলের দাম কমেছে ৬ পয়সা যার ফলে দাম কমে দাঁড়িয়েছে প্রতি লিটারে ৬৭.৪৩ টাকা। বুধবার পেট্রোলের দাম ছিল ৭৪.৬১ টাকা পাশাপাশি ডিজেলের দাম ছিল ৬৭.৪৩ টাকা।
২. মুম্বই: বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম ৮০.১১ টাকা যা গতকালের তুলনায় ১০ পয়সা কম। ডিজেলের দাম বৃহস্পতিবার দাঁড়িয়েছে ৭০.৬৯ টাকা যা বুধবারের তুলনায় সাত পয়সা কম।
৩. চেন্নাই: এদিন সকালে চেন্নাইতে রিটেল দাম ৭৭.৪০ টাকা। যা বুধবারের থেকে ১০ পয়সা কম। অন্যদিকে ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে প্রতি লিটারে ৭১.২৪ টাকা যা বুধবারের তুলনায় ৬০ পয়সা কম।