1/5নয়া বছরের আগে সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। একলপ্তে ১২ শতাংশ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) বাড়ানোর ঘোষণা করল ত্রিপুরা সরকার। সেইসঙ্গে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফও (ডিআর) বাড়ানো হয়েছে। ডিআর ১২ শতাংশ বাড়ানো হয়েছে।
2/5মঙ্গলবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ‘(রাজ্য সরকারি) কর্মচারীদের ১২ শতাংশ ডিএ/ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার। সেইসঙ্গে ডিআরডব্লুউ, এমআরডব্লুউ পিটিডব্লুউ এবং চুক্তিভিত্তিক কর্মীদের বেতন ৫০ শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সেই সিদ্ধান্তের ফলে ১৯৪,০০০ জন/পরিবার লাভবান হবেন। সেইসঙ্গে সার্বিক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।’
3/5কবে থেকে বর্ধিত মহার্ঘ ভাতা (ডিএ) বা ডিআর কার্যকর হবে? ত্রিপুরা সরকারের তরফে জানানো হয়েছে, ২০২২ সালের ডিসেম্বর থেকে বর্ধিত ডিয়ারনেস অ্যালোওয়েন্স (Dearness Allowance) এবং ডিয়ারনেস রিলিফ (Dearness Relief) পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।
4/5নয়া ঘোষণার ফলে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা কত হারে মহার্ঘ ভাতা এবং ডিআর পাবেন? এতদিন আট শতাংশ হারে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ডিএ বা ডিআর পেতেন। যা এখন বেড়ে দাঁড়াল ২০ শতাংশ।
5/5উল্লেখ্য, আগামী বছর ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেই বিধানসভা নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের মন পেতে ডিএ বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের মত। তাতেও অবশ্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে ডিএয়ের ফারাক পুরোপুরি মুছে যায়নি। সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আপাতত ৩৮ শতাংশ হারে ডিএ পান।