গ্রেট ক্যালকাটা কিলিং-এর সময় কমরেডদের উদ্ধারের বিবরনী : কমরেড মণিকুন্তলা সেন

“….সুরাবর্দি ১৬ ই আগষ্ট ছুটি ঘােষণা করলেন এবং মু*লিমদের মিছিলে যােগ দেওয়ার নির্দেশ দিলেন। প্রত্যেকে আশঙ্কা করছিলেন মিছিলে অনভিপ্রেত ঘটনাসমুহ ঘটতে চলেছে। আমাদের দল সি.পি.আই মিছিলে সামিল হওয়ার সিদ্ধান্ত নেয়।…”

“…ভালােসংখ্যক মানুষ(যারা অবশ্যই হিন্দু) নির্বিচারে ছুরিকাঘাতে জখম ও নিহত হন।মিছিল যত এগােতে থাকে, হিন্দু দোকানগুলাে লুঠ হতে থাকে, প্রচুর হিন্দুদের হত্যা করা হয়। নৃশংসতা ও বিশৃঙ্খলা প্রদর্শনের মধ্যে দিয়ে মিছিল শেষ হয়।…”

“…গুন্ডা অধ্যুষিত এলাকা কলাবাগান, খিদিরপুর,সেন্ট্রাল এভিনিউ এলাকায় যে হিন্দুরা থাকতেন, তাদের নির্মম ভাবে জবাই করা হয়। কিন্তু মু*লিমরা ধুতি কুর্তা পরিহিত হিন্দু কমরেডদের রক্ষা করেন। কারণ তারা জানতেন পার্টির কমরেডরা লিগের পাকিস্তানের দাবীকে সমর্থন করেন।…”

“কমরেডদের উদ্ধারের বিবরনী,
১.কলাবাগান বস্তিতে আটকে পড়া কমরেড বীরেন রায়কে মুলিমরা সুরক্ষিত স্থানে পৌঁছে দেন। ২.খিদিরপুরে আটকে পড়া কমরেড জলি কাউলকে মধ্যরাতে নিরাপদে পৌঁছে দেন মুলিমরা।
৩.কমরেড অজিত রায়,কমরেড গীতা মুখার্জী,কমরেড আনন্দশংকর ভট্টাচার্য্য, কমরেড সুকুমার গুপ্ত একজন মু*লিম ব্যাবসায়ীর বাড়িতে ভাড়া থাকতেন, যিনি তাদের ওই তিনদিন সুরক্ষিত রাখেন।
৪.কমরেড প্রমােদ দাশগুপ্ত, কমরেড বঙ্কিম মুখার্জী পার্টির দপ্তরের কাছাকাছি বিল্ডিংয়ে থাকতেন। তারা অসুরক্ষিত বােধ করায়, কমরেড আব্দুল মােমিনের বাড়িতে আশ্রয় নেন। কমরেড মনসুর হাবিবুল্লাহ, কমরেড ইন্দ্রজিৎ দাশগুপ্ত একটি মিলিটারী ট্রাকে করে এদের সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যান।”

―কমরেড মণিকুন্তলা সেন
**
যখন ধনী-দরিদ্র, যুবক-বৃদ্ধ, ব্রাহ্মণ-শুদ্র নির্বিশেষে সবাই ‘কাফের’, তখন একদল হিন্দু নামধারী কমরেডের সাথে তৌহিদীদের এত সখ্যতা কেন? কারণ কমরেডরা ‘হাত মে বিড়ি, মুহ মে পান, দিল দিল পাকিস্তান’ দাবীর সমর্থক ছিলেন।

এবং এইসব তথ্য “কমরেড” মণিকুন্তলা সেনের লেখা থেকেই পাওয়া।

তথ্যসূত্র:
১) Riot, Partition, Independence (translated)―Manikuntala Sen
২) No women’s land: women from Pakistan, India and Bangladesh write on the partition of India/ed. by Ritu Menon
৩) 1946 : THE GREAT CALCUTTA KILLINGS AND NOAKHALI GENOCIDE
― DINESH CHANDRA SINHA & ASHOK DASGUPTA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.