শুভব্রত মুখার্জি: দীর্ঘ দিন ব্যাটে রানের খরা চলছে ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারের তারকা ব্যাটার চেতেশ্বর পূজারার। প্রায় বছর দুয়েক হয়ে গিয়েছে তাঁর ব্যাট থেকে কোনও আন্তর্জাতিক শতরান আসেনি। বিষয়টি চিন্তা বাড়িয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেও তাঁর খারাপ ফর্ম অব্যাহত। এ বার বিষয়টি নিয়ে মুখ খুলে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় জানালেন, ক্যারিয়ারের একটা সময় এমন আসে, যখন চাইলেও কোনও কিছু ঠিক হয় না।
প্রথম টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে গোল্ডেন ডাক করেছেন পূজারা। ফলে দ্বিতীয় টেস্টের আগে বেশ চাপে রয়েছেন ডান-হাতি ব্যাটার। এই অবস্থায় তাঁর পাশে দাঁড়ালেন দ্রাবিড়। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে দ্রাবিড়ের দাবি, ‘বিষয়টি নিয়ে আমি চিন্তিত নই। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে গোল্ডেন ডাক করার পরে দ্বিতীয় ইনিংসেও মাত্র ১৬ রান করেন। তবু আমি চিন্তিত নই।’ট্রেন্ডিং স্টোরিজ
দ্রাবিড় আরও বলেছেন, ‘আমি চিন্তিত এই শব্দটা ব্যবহার করতে ঘৃণা বোধ করি। আমি মনে করি এই মুহূর্তে দাঁড়িয়ে ওর পক্ষে যেটা সেরা, সেটাই ও দিচ্ছে। সেটা আমি বুঝতে পারি। রান করতে ও মরিয়া। ও নিজের জন্য স্ট্যান্ডার্ডটা অনেকটা উপরে সেট করেছে। ১০ বছরের ক্যারিয়ারে ও অনেক কিছু অ্যাচিভ করেছে। ও জানে সাফল্যের স্বাদ কাকে বলে। ও নিজেও ওর অতীতের পারফরম্যান্স রিপিট করতে চাইবে। সেটাই ও নিজেও বারবার করতে চায়। কিন্তু মাঝে মধ্যে শত চেষ্টা করলেও অনেকটা কিছুউ ঠিকঠাক হয় না।’