দূর্গা পুজোকে কেন্দ্র করে একের পর এক প্যান্ডেলে হামলায় বাংলাদেশে হিন্দুদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে তৌহিদী জনতার প্যান্ডেল আক্রমণের ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে আক্রমণের কেন্দ্রস্থল কুমিল্লায় আক্রান্ত হচ্ছে মন্ডপ। দলে দলে মুসলিম জনতা লাঠি সোটা নিয়ে প্রবল উৎসাহে আক্রমণ করছে প্যান্ডেল। প্যান্ডেল তছনছ করা হচ্ছে, অস্থায়ী মন্দিরের কাপড় খুলে নিচ্ছে ও লাঠি দিয়ে মন্ডপ আঘাত করছে অথচ পুলিশ রয়েছে নীরব দর্শকের ভূমিকায়।
সূত্রের খবরে প্রকাশ, অন্তত ১২ টি মন্ডপ আক্রান্ত হয় কুমিল্লায়। হিন্দুদের বক্তব্য কে বা করা কুমিল্লার এক মণ্ডপের হনুমানের মূর্তির পায়ে দুরভিসন্ধি নিয়ে কোরান রেখে যায়। ইসলামের অবমাননার অজুহাতে দলে দলে মুসলিম মন্ডপ ভেঙে ফেলে ও দূর্গা মূর্তি পাশের খালে ফেলে দেয়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পরে হিন্দুদের মধ্যে। লেখিকা তাসলিমা নাসরীন টুইটারে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ।
টুইট বার্তায় তিনি জানান এটা উদ্যেশ্য প্রণোদিতভাবে হিন্দুদের টার্গেট করার জন্য করা হয়েছে ।
গতকাল থেকে এইপর্যন্ত সংগঠিত বাংলাদেশের হিন্দুদের উপর বিভিন্ন জেলায় তান্ডবের সংক্ষিপ্ত তালিকা।
নানুয়ার দীঘির পাড়, কুমিল্লা। (অক্টোবর ১৩, ২০২১)
বৈইলতলী, চন্দনাইশ, চট্টগ্রাম। (অক্টোবর ১৩, ২০২১)
মনাকষা, বিন্দাপাড়া, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। (অক্টোবর ১৩, ২০২১)
শিলপাড়া, বারবাগিয়া ইউনিয়ন, পেকুয়া, কক্সবাজার। (অক্টোবর ১৩, ২০২১)
হাজীগঞ্জ, চাঁদপুর। (অক্টোবর ১৩, ২০২১)
জলদাস পল্লী, পশ্চিম চাম্বল বাংলা বাজার, বাঁশখালী, চট্টগ্রাম। (অক্টোবর ১৩, ২০২১)
জকিগঞ্জ, সিলেট। (অক্টোবর ১৩, ২০২১)
সরকারহাট, হাটাজারী, চট্টগ্রাম। (অক্টোবর ১৩, ২০২১)
কালুডাঙা, উলিপুর, কুড়িগ্রাম। (অক্টোবর ১৩, ২০২১)
নলছিড়া, হাতিয়া। (অক্টোবর ১৩, ২০২১)
মেলাঘর, পটিয়া। (অক্টোবর ১৩, ২০২১)
চাঁদপুর, মৌলভীবাজার। (অক্টোবর ১৩, ২০২১)
চাঁদমণি কালীবাড়ি, কুমিল্লা। (অক্টোবর ১৩, ২০২১)
চর সীতা, লক্ষীপুর। (অক্টোবর ১৩, ২০২১)
মৃনাল , জার্মানি