পেট্রোলের চড়া দাম, বাড়ছে ই-স্কুটারের চাহিদা, ২৫ হাজারেরও বেশি বিক্রি Pure EV

1/5একদিকে পেট্রোলের কড়া দাম। অন্যদিকে ইলেকট্রিক স্কুটারের প্রযুক্তিতে অগ্রগতি। এই দুইয়ের মিশেলে ক্রমেই বাড়ছে ই-স্কুটারের চাহিদা। আর তার নবতম নিদর্শন Pure EV। ছবি : পিয়োর ইভি Pure EV ( Pure EV)

মাত্র দেড় মাস আগে ePluto 7G চালু করেছিল হায়দরাবাদের স্টার্ট আপ Pure EV। একেবারে রেট্রো লুকস। তারপর থেকে, সংস্থাটি সারা দেশে ২৫ হাজারেরও বেশি ই-স্কুটার বিক্রি করেছে। সারা দেশে ১০০টিরও বেশি আউটলেট স্থাপন করেছে Pure EV। ছবি : পিয়োর ইভি  (Pure EV)
2/5মাত্র দেড় মাস আগে ePluto 7G চালু করেছিল হায়দরাবাদের স্টার্ট আপ Pure EV। একেবারে রেট্রো লুকস। তারপর থেকে, সংস্থাটি সারা দেশে ২৫ হাজারেরও বেশি ই-স্কুটার বিক্রি করেছে। সারা দেশে ১০০টিরও বেশি আউটলেট স্থাপন করেছে Pure EV। ছবি : পিয়োর ইভি  (Pure EV)
ফুল চার্জে রেঞ্জ: ১২০ কিলোমিটার(সংস্থার দাবি, আদর্শ কন্ডিশনে)। টপ স্পিড: ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ছবি : পিয়োর ইভি  (Pure EV)
3/5ফুল চার্জে রেঞ্জ: ১২০ কিলোমিটার(সংস্থার দাবি, আদর্শ কন্ডিশনে)। টপ স্পিড: ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ছবি : পিয়োর ইভি  (Pure EV)
এছাড়া রয়েছে ETrance+ নামের একটি মডার্ন ডিজাইনের মডেল। এতে রয়েছে 1.8 kWh-এর পোর্টেবল ব্যাটারি প্যাক। ফুল চার্জে রেঞ্জ: ৮৫ কিলোমিটার(সংস্থার দাবি, আদর্শ কন্ডিশনে)। ছবি : পিয়োর ইভি  (Pure EV)
4/5এছাড়া রয়েছে ETrance+ নামের একটি মডার্ন ডিজাইনের মডেল। এতে রয়েছে 1.8 kWh-এর পোর্টেবল ব্যাটারি প্যাক। ফুল চার্জে রেঞ্জ: ৮৫ কিলোমিটার(সংস্থার দাবি, আদর্শ কন্ডিশনে)। ছবি : পিয়োর ইভি  (Pure EV)
রিপোর্ট অনুসারে, মোট বিক্রির ৮০% টপ ভেরিয়েন্ট। বর্তমানে, সংস্থাটির বার্ষিক ৭০,000 ইউনিট উৎপাদন ক্ষমতা রয়েছে। খুব শীঘ্রই বৈদ্যুতিক বাইকও চালু করবে Pure EV। ছবি : পিয়োর ইভি  (Pure EV)
5/5রিপোর্ট অনুসারে, মোট বিক্রির ৮০% টপ ভেরিয়েন্ট। বর্তমানে, সংস্থাটির বার্ষিক ৭০,000 ইউনিট উৎপাদন ক্ষমতা রয়েছে। খুব শীঘ্রই বৈদ্যুতিক বাইকও চালু করবে Pure EV।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.