প্রণাম তপনদাকে – তাঁর অসমাপ্ত সংগ্রামকে জয়মাল্য দ্বারা ভূষিত করার প্রতিজ্ঞা সহ

“Victory is reserved for those who are willing to pay its price.” – Sun Tzu

এই কথাটিই প্রতিধ্বনিত হচ্ছে অন্তরে বারংবার এই মুহূর্তে – তপনদার প্রথম প্রয়াণবার্ষিকীতে। রক্ত সত্য, হাহাকার সত্য, সংগ্রাম সত্য – এই তিন মিলে সৃষ্টি হয় যে প্রত্যয় তা শ্রেষ্ঠতম সত্য। যাঁরা যথার্থ রূপে প্রত্যয়ী তাঁরা অন্য পথে যেতে পারেন না – কোনভাবেই ও কোনমতেই। প্রত্যেক নিষ্পেষণ ও প্রতিরোধ সেই প্রত্যয়কে পরিবর্তিত করে এক আগ্নেয় প্রজ্ঞায় – আগামীর প্রতিষ্ঠার জন্য – to shape the Hindu destiny..

দৈব ও পুরুষাকারের মধ্যে দ্বন্দ্ব চিরকালীন – no compromise can happen ever between the iron strength of will and fatalism… – শরশয্যায়ে শায়িত পিতামহ ভীষ্মের সাথে কথোপকথনকালে মহারথী কর্ণ বলেছিলেন, ‘দৈবায়েত্তম জন্মেকুলে মমায়ত্তং পুরুষেম তু’ – দৈবের বশে জন্ম হলেও, পুরুষাকার প্রতিষ্ঠিত হয় সামর্থ্যবান দ্বারা। সমগ্র হিন্দু জাতীয়তাবাদী দর্শন, তপনদা সেই অনির্বাণ পুরুষাকারের শ্রেষ্ঠতম প্রতিভূ।

প্রণাম তপনদাকে – তাঁর অসমাপ্ত সংগ্রামকে জয়মাল্য দ্বারা ভূষিত করার প্রতিজ্ঞা সহ।

স্বধর্ম্মমপি চাবেক্ষ্য ন বিকম্পিতুমর্হসি।
ধর্ম্ম্যাদ্ধি যুদ্ধাচ্ছে য়োহন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে।। ৩১
(শ্রীমদ্ভগবদগীতা – দ্বিতীয়োহধ্যায়)

  • স্বধর্ম্মের দিকে দৃষ্টি রাখিয়াও তোমার ভীত-কম্পিত হওয়া উচিত নহে।
    ধর্ম্ম্যযুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে শ্রেয়ঃ আর কিছু নাই।

Collection from Animitra Chakraborty timeline

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.