লোকসভা ভোটের আগেই হুগলী লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দাবি তুলেছিলেন সিঙ্গুরে কারখানা করতে হবে। সঙ্গে তাঁর প্রতিশ্রুতি ছিল, “আমি জিতলে এই সিঙ্গুর থেকে কারখানার দাবিতে আন্দোলনে নামব।এই জমিতে কারখানা করবই।”
প্রতিশ্রুতি মতোই জেতার পর শুক্রবারই প্রথম সিঙ্গুরে আসেন লকেট চট্টোপাধ্যায়।সিঙ্গুর বিধানসভায় লকেট চট্টোপাধ্যায় ১০,৬৭০ ভোটে ব্যবধান পেয়েছেন তিনি।
এদিন দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে সিংহেরভেরি মৌজায় অবস্থান করেন লকেট। এলাকার বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি, তাতে যোগদান করেন সিঙ্গুর। তিনি ছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
এদিন সিঙ্গুরে লকেট বলেন “লক্ষ লক্ষ বেকার যুবকদের সর্বনাশ করেছেন মুখ্যমন্ত্রী। দেশ বিদেশে যাচ্ছেন শিল্পের জন্য। কিন্তু কেউ শিল্প করতে আসছেন না। কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন করছেন। কোনও লাভ হচ্ছে না।” চাষীদের উদ্যেশ্যে তিনি আরও বলেন ‘কেন্দ্রীয় সরকারের উদ্যোগে কোনও শিল্প করা যায় কি না সেটাও আমরা গতিয়ে দেখব।”