বাংলার আন্দোলন এবার উইকিপিডিয়ার পাতায়, পরিবহর কাহিনি জানবে গোটা বিশ্ব

চতুর্থদিনে পড়ল জুনিয়র চিকিৎসকদের আন্দোলন। আর তার মধ্যেই উইকিপিডায় তৈরি হয়ে গিয়েছে 2019 West Bengal doctors’ strike নামে পাতা। আর তাতে বিস্তারিত ভাবে আপডেট হচ্ছে ডাক্তারদের আন্দোলন থেকে ইস্তফা-সহ যাবতীয় ঘটনার খুঁটিনাটি।

গুগলে বাংলার চিকিৎসক ধর্মঘট সম্পর্কে সার্চ করলেই দেখা যাচ্ছে উইকিপিডিয়ার সেই পাতা। সেখানে ১১ জুন শুরু হওয়া চিকিৎসক বিক্ষোভের সব খবর বিস্তারিত রয়েছে। জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায় ও যশ টেকওয়ানির আক্রান্ত হওয়ার ঘটনা থেকে ১৩ জুন মুখ্যমন্ত্রীর হাসপাতালে যাওয়া ও চরম হুঁশিয়ারি দেওয়া সব খবরই রয়েছে সেখানে।

চিকিৎসক ও সরকারের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ভূমিকার কথা যেমন এসেছে তেমনই এসেছে তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাঝির কথাও।

এসেছে এই আন্দোলনের সমর্থনে আইএমএ-এর ডাকা ধর্মঘট, এইমসের প্রতিবাদের কথা। এসেছে ওয়ার্ল্ড মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিবাদের কথাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.