আজ বারাণসীতে প্রধানমন্ত্রী, স্বাগত জানাতে প্রস্তুত মন্দির শহর

আর কয়েক ঘন্টা মাত্র৷ প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে অপেক্ষায় মন্দির শহর বারাণসীর মানুষ৷ রাস্তার দু’ধারে তাঁর কাট আউট, পোস্টারে ছয়লাপ৷ ‘হর হর মোদী’ স্লোগান তোলার প্রহর গুনছে বাবা বিশ্বনাথের ধাম৷

আজ নিজের নির্বাচনী কেন্দ্র উত্তর প্রদেশের বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সকাল ১০ টায় তিনি চলে আসবেন শহরে৷ প্রথমেই যাবেন কাশী বিশ্বনাথ মন্দিরে৷ শিবের পুজো করবেন তিনি৷ এখান থেকেই তিনি চলে যাবেন লালপুর এরিয়ায় ট্রেড ফ্যাশিলেটেশন সেন্টারে৷ নিজের কেন্দ্র ও উত্তর প্রদেশে বিরাট সাফল্যের জন্য বিজেপির কর্মীদের সম্বোধিত করবেন দলীয় নেতা, কর্মীদের৷ দেবেন আগামীর পথ নির্দেশিকা৷

এরপরই সেই জমকালো রোড শোয়ের আয়োজন৷ যাকে ঘিরে রাজ্যেবাসীর প্রবহ উৎসাহ ও উচ্ছাস৷ প্রায় পাঁচ কিলোমিটার রাস্তাজুড়ে হবে রোড শো৷ বারণসীর এক বাসিন্দার কথায়, বিজেপি জেতার পর গাঁদা ও গোলাপের চাহিদা তুঙ্গে৷ সোমবার প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে সেই চাহিদা চরম আকার নিয়েছে৷ বহু বাড়িতে মজুত রয়েছে ফুল৷ মোদীকে সম্মান জানাতে তা ছড়ানো হবে৷

দ্বিতীয়বারের জন্য দেশ পরিচালনার জনাদেশ পেয়েছেন মোদী৷ তিনশোর বেশি আসন পেয়েছে বিজেপি৷ এনডিএ সাড়ে তিনশো পার করেছে৷ ইতিমধ্যেই তৃপ্ত মোদী জানিয়েছেন এই নির্বাচন ছিল তাঁর কাছে তীর্থ যাত্রার মতো৷ তাই শপথের আগে তীর্থেই চান আশার্বাদ৷

কাশী বিশ্বানাথ মন্দিরের প্রধান পুরহিত আচার্য অশোক দ্বিবেদী বলেন, ‘‘আমাদের প্রধানমন্ত্রী বাবা বিশ্বানাথের আর্শীর্বাদধন্য৷ মা গঙ্গাও তাঁকে গ্রহণ করেছেন৷ তাইতো মানুষের রায়ে বারাণসীর মতো তীর্থ ক্ষেত্রের সাংসদ হতে পেরেছেন তিনি৷ দেশবাসী ভরসা করছেন মোদীর উপর৷’’

তাঁর সংযোজন, ‘‘২০১৪ ও বিধানসভা নির্বাচনের আগেও প্রভু বিশ্বনাথের সেবা করেছিলেন প্রধানমন্ত্রী৷ ধরা দিয়েছিল সাফল্য৷ মোদীজী শিবের ভক্ত৷ পুজোপাঠের আগেই নিজেকে উজাড় করে দেন৷ যার ফলে তাঁর চোখের কোণে জল দেখতে পেয়েছি আমি৷’’ মোদীর শিব পুজো দেখানো হবে এলইডিতে৷

সাংসদ হিসাবে বারাণসী থেকে এই নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী৷ বারাণসীর ভোটারদের রায়েই তিনি দিল্লির মসনদের চূড়ায় বসেছেন৷ ফলে জয়ের পরপরই টুইটে তিনি জানিয়েছিলেন সোমবার আসবেন বারাণসীতে৷ দলের কর্মী ও ভোটারদের কৃতজ্ঞতা জানাবেন৷ এবার জয়ের ব্যবধান ৪, ৭৯, ৫০৫ ভোটের৷ প্রধানমন্ত্রী রোড শো উপলক্ষে বারাণসীর নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ প্রস্তুত মঞ্চ৷ বাকি শুধু সময়ের সঙ্গে আনন্দে উদ্বেল হাওয়ার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.