আজ রাজীব কুমারকে তলব করল সিবিআই৷ সকাল ১০টায় সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে কলকাতার প্রাক্তন নগরপালকে হাজিরা দিতে বলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ রবিবার রাতে রাজীব কুমারের সরকারি বাসভবন ও ভবানী ভবনে নোটিস দিয়ে তলবের কথা জানিয়েও দিয়েছে সিবিআই৷ কিন্তু আদৌ কি এদিন আসবেন তিনি? তা ঘিরেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে৷

চিটফান্ডকাণ্ডে ২০১৩ সালে রাজ্য সরকার গঠীত বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন রাজীব কুমার৷ সেই সময় ১৯৮৯ ব্যাচের এই আইপিএস ছিলেন বিধাননগর কমিশনারেটের কমিশনার৷ পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড তদন্তভার যায় সিবিআইয়ের কাছে৷ তদন্তে নেমে বেশ কিছু অসঙ্গতি নজরে আসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার৷ প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে৷

সারদা কর্ণধার সুদীপ্ত সেনের লাল ডায়েরি, পেনড্রাইভ কোথায় গেল? কেন প্রভাবশালী বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হল না? উত্তর রাজীব কুমারের থেকে জানতে চায় সিবিআই৷ অভিযোগ, রাজীব কুমার প্রিবারই এড়িয়ে গিয়েছেন সিবিআইকে৷ সেখান থেকেই শুরু রাজীব-সিবিআই টানাপোড়েন৷

ব্যবধান মাত্র মাস চারেকের৷ চলতি মাসের ফেব্রুয়ারির ৩ তারিখের পর গতকাল ফের রাজীব কুমারের খোঁজে তাঁর কলকাতার বাস ভবনে যায় সিবিআই আধিকারিকরা৷ প্রথমে নগরপালের লাউডন স্ট্রিটের বাড়িতে যায় চার সদস্যের সিবিআই আধিকারিকদের দল৷ কলকাতার প্রাক্তন নগরপাল সেখানে থাকেন না শুনে তারা চলে যান পার্কস্ট্রিটের পুলিশ কোয়ার্টারে৷ বর্তমানে এখানেই থাকেন রাজীব কুমার৷ আজ তাঁকে তলবের নোটিস সেখানে দেওয়া হয়৷

নির্বাচনী আচরণবিধি উঠে যাওয়ায় নবান্ন রাজীবকে ফের সিআইডিতেই ফিরিয়ে আনার নির্দেশিকা জারি করে৷ তাই ভবানী ভবনেও দেওয়া হয় তলব নোটিস৷

গত ফেব্রুয়ারিতে তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে গোপন অভিযানে গিয়ে বাধা পায় সিবিআই আধিকারিকরা৷ পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় তাদের৷ রাজীবের সরকারি বাসভবনে চলে যান মুখ্যমন্ত্রী৷ সিবিআইয়ের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তোলা হয়৷ কেন্দ্রের বিরুদ্ধে সিবিআইকে ব্যবহার করার অভিযোগ তুলে ধর্মতলায় ধর্নায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্য সুপ্রিম কোর্টে যায় সিবিআই৷ আদালত রাজীব কুমারকে আগাম জামিন দিলেও শিলংয়ে টানা পাঁচ দিন সিবিআই জিজ্ঞাসাবাদ চালায় রাজীব কুমারকে৷ পরে তাঁকে বদলি করা হয় সিআইডির এডিজি পদে৷ শেষ দফা ভোটের আগে কমিশন স্বরাষ্ট্রমন্ত্রকে বদলি করে দেয় তাঁকে৷ দিন কয়েক আগেই রাজীব কুমারের উপর থেকে আগাম জামিনের রক্ষাকবচ তুলে নেওয়ার দির্দেশ দেন সুপ্রিম কোর্ট৷ বলা হয় তিনি যেন এক সপ্তাহের মধ্যে ফের আগাম জামিনের আবেদন করেন কোনও নিম্ন আদালত থেকে৷

তবে, রাজ্যের কোর্টে আইনজীবীদের কর্মবিরতী চলছে বলে সেই আবেদন করতে পারেননি এই আইপিএস৷ রক্ষাকবচের সময়সীমা বাডা়নোর জন্য রাজীব কুমার কোর্টে আবেদন করেন৷ সেই আবেদন নাকচ করে কোর্ট জানায় নিম্ন আদালতে বিচারকের সামনে সশরীরে উপস্থিত থেকে তিনি যেন আবেদন করেন৷ ভর্ৎসনাও করা হয় তাঁকে৷ তবে বারাসত আদালত থেকে রক্ষাকবচ বৃদ্ধির আবেদন করতে গেলেও পারেননি রাজীব৷

এদিকে সিবিআইও সক্রিয় হয়৷ রাজীব কুমারকে যাতে আগামী এক বছর দেশ ছাড়তে না পারেন তাই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে সিবিআই৷ তারপরই গতকালের তৎপরতা৷ কলকাতার প্রাক্তন নগরপালকে আজ তলব করা হয় সিজিও-তে৷ কোন দিকে মোড় নেয় তদন্ত সে দিকেই চোখ সবার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.