রবিবাসরীয়
সকালে দিল্লির রাকাব গঞ্জ সাহেব
গুরুদ্বারে গিয়ে গুরু তেগ
বাহাদুরের প্রতি বিনম্র শ্রদ্ধা
জ্ঞাপন করে আসেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী।
পরে
নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী
লিখেছেন, ‘এদিন সকালে আমি
প্রার্থনা করতে গিয়েছিলাম রাকাব
গঞ্জ সাহেব গুরুদ্বারে।
এখানেই শ্রীগুরু তেগ বাহাদুরের নশ্বর
শরীরকে দাহ করা হয়েছিল। সেখানে
গিয়ে আমি নিজেকে ধন্য
মনে করছি। শ্রী
গুরু তেগ বাহাদুরের করুণায়
আমি অনুপ্রাণিত। গুরু
তেগ বাহাদুরের আদর্শকে উদযাপন করতে হবে। আমাদের
সরকারের আমলে গুরু সাহেবের
৪০০ তম প্রকাশ পর্ব
অনুষ্ঠিত হয়। ‘
উল্লেখ
করা যেতে পারে, এ
দিন হলুদ রঙের পাঞ্জাবি
এবং গেরুয়া জহর কোট পরে
এখানে আসেন। এখানে
এসে তিনি বিনম্র শ্রদ্ধা
জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।