নিভার সাইক্লোনে ‘আচ্ছে দিন’ মৎস্যজীবীদের। ঘূর্ণিঝড় খুশি বয়ে আনল অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার মৎস্যজীবীদের জন্য। নিভার সাইক্লোন সমুদ্র তট কাটিয়ে চলে যাওয়ার পর স্থানীয় মানুষেরা মুক্তো খুঁজতে ভিড় করেন সমুদ্র তটে।
ঘূর্ণিঝড়ের সময়ে বিশাল জোয়ারের জেরে সমুদ্রের জল পাড়ে অনেকদূর অবধি এসে গিয়েছিল, তা দেখেই স্থানীয়রা মনে করেছিল উঠে আসতে পারে মুক্তাও। আর তাই বেশ কিছু লোক মুক্তো খুঁজতে ভিড় জমান পূর্ব গোদাবরীর সমুদ্র সৈকতে।
স্থানীয় জনশ্রুতি অনুসারে, এই সমুদ্র তীরে একসময় মন্দির ছিল। সেগুলি সময়ের সাথে সাথে সমুদ্রের নীচে ডুবে যায় এবং ঘূর্ণিঝড় নিভারের দাপটে প্রাচীন মন্দিরের নানান সোনার মুক্তা জোয়ারের টানে সমুদ্র তটে চলে এসেছিল।
জানা গিয়েছে, পূর্ব গোদাবরী জেলার কোথাপল্লী মণ্ডল এলাকার গ্রামের মৎসজীবীরা এই সোনার মুক্তা খুঁজতে হাজির হয় সমুদ্র তীরে। অনেকেই কিছু হলুদ ধাতুও খুঁজে পান। তবে সেগুলি আদৌ সোনা কিনা তাঁর কোনও নিশ্চিত খবর এখনও পাওয়া যায়নি।
প্রবল হাওয়ার দাপট থাকা সত্ত্বেও ঝড় অতিক্রান্ত হওয়ার পর মহিলা এবং শিশুদের সমুদ্রের তীরে সোনার সন্ধান করতে দেখা গিয়েছে। সকাল ৬ টা থেকে সন্ধ্যার অন্ধকার নামার অবধি কয়েকশো মানুষকে দেখা যায় মুক্তোর খোঁজ করতে। মৎস্যজীবীদের বিশ্বাস ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্র তীরে ‘সোনা’ এবং অন্যান্য মূল্যবান জিনিস আসে। আর সেই আশাতেই হাজির হয়েছিল তাঁরা।