ভারত-অস্ট্রেলিয়া: টস জিতে প্রথমে ব্যাটিং অস্ট্রেলিয়ার

প্রথম ম্যাচে পর্যুদস্ত হওয়ার পর রবিবার এসসিজি-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নামল ভারত৷ অজিদের বিরুদ্ধে সিরিজ  বাঁচানোর ম্যাচ বিরাট কোহলিদের সামনে৷ এদিন টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হচ্ছে বিরাটদের৷

এদিনও টস জিত প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অজি ক্যাপ্টেন অ্যাারন ফিঞ্চ৷ভারত প্রথম ম্যাচের দল অপরিবর্তিত রাখলেও একটি পরিবর্তন করেছে অস্ট্রেলিয়া৷ অল-রাউন্ডার মার্কাস স্টওনিসের পরিবর্তে দলে এসেছেন মোজেস হেনরিকে৷

শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করেছিলেন অজি ব্যাটসম্যানরা৷ অ্যারন ফিঞ্চের দলের কাছে প্রথম ম্যাচ ৬৬ রানে হেরে তিন ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে থেকে আজ মাঠে নামে কোহলি অ্যান্ড কোং৷ সুতরাং এই ম্যাচ হারলেই সিরিজ হাতছাড়া হবে বিরাটদের৷

প্রথম ম্যাচে অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও স্মিথের দুরন্ত সেঞ্চুরি এবং ডেভিড ওয়ার্নারের হাফ-সেঞ্চুরি ও গ্লেন ম্যাক্সওয়েলের ঝোড়ো ইনিংসে বিরাট কোহলিদের সামনে ৩৭৫ রানের টার্গেট রাখেছিল অস্ট্রেলিয়া৷ রান তাড়া করতে নেমে ৮ উইকেটে ৩০৮ রান তুলেছিল ভারত৷ একমাত্র রান পেয়েছিলেন শিখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া৷ রান পাননি ক্যাপ্টেন কোহলি৷ মাত্র ২১ রান করেছিলেন ভারত অধিনায়ক৷

এদিন অবশ্য অন্য পিচে খেলা হচ্ছে৷ পিচে বাউন্স রয়েছেন বলে মনে করেন কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাক্সওয়েল৷ প্রথম দিকে পিচ থেকে পেসাররা সাহায্য পাবে বলেও মনে করেন তিনি৷ শেষ দিকে পিচ থেকে স্পিনার কিছুটা সাহায্য পাবে৷https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-6188723200992145&output=html&h=280&slotname=6598700195&adk=153679825&adf=1598865852&pi=t.ma~as.6598700195&w=336&lmt=1606630121&rafmt=12&psa=1&format=336×280&url=https%3A%2F%2Fwww.kolkata24x7.com%2Faus-won-the-toss-and-chose-the-bat-first%2F&flash=0&wgl=1&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfSx7Imlzc3Vlck9yaWdpbiI6Imh0dHBzOi8vYXR0ZXN0YXRpb24uYW5kcm9pZC5jb20iLCJzdGF0ZSI6MH1d&dt=1606630120622&bpp=4&bdt=615&idt=457&shv=r20201112&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D40eeee728da31d95%3AT%3D1606630114%3AS%3DALNI_MY51rXb8vA7fTIbmGIRcqLs4ng8Bw&prev_fmts=0x0%2C728x90%2C336x280&nras=1&correlator=7855264771512&frm=20&pv=1&ga_vid=2053313747.1594367788&ga_sid=1606630121&ga_hid=1861284514&ga_fc=0&iag=0&icsg=3363957981751359&dssz=52&mdo=0&mso=0&u_tz=-480&u_his=3&u_java=0&u_h=864&u_w=1536&u_ah=824&u_aw=1536&u_cd=24&u_nplug=3&u_nmime=4&adx=226&ady=1107&biw=1519&bih=666&scr_x=0&scr_y=0&oid=3&pvsid=4258615582028317&pem=963&ref=https%3A%2F%2Fwww.kolkata24x7.com%2F&rx=0&eae=0&fc=1920&brdim=0%2C0%2C0%2C0%2C1536%2C0%2C1536%2C824%2C1536%2C666&vis=1&rsz=%7C%7CleEbr%7C&abl=CS&pfx=0&fu=8448&bc=31&ifi=3&uci=a!3&btvi=1&fsb=1&xpc=0qMxas70my&p=https%3A//www.kolkata24x7.com&dtd=466

প্রথমে হার প্রসঙ্গে এদিন কোহলি বলেন, ‘আমি কোনও অজুহাত দিচ্ছি না৷ আমরা আগেও ৫০ ওভারের ম্যাচ খেলেছি৷ কিন্তু ৩০ ওভার পর আমাদের শরীর সাথ দেয়নি, কারণ আমরা অনেক দিন পর খেলতে নেমেছি৷ তবে ম্যাচের দ্বিতীয়ার্ধ আমাদের কাছে ছিল যথেষ্ট উৎসাহব্যঞ্জক৷ দ্রুত চার উইকেট হারানোর পরও আমরা লড়াই করেছি৷ আমাদের বোলাররা প্রত্যাশা অনুযায়ী বল করতে পারেনি৷ বিশেষ করে শেষ ১০ ওভারে৷’

ভারতীয় একাদশ: শিখর ধাওয়ান, ময়াঙ্ক আগরওয়াল, বিরাট কোহলি(ক্যাপ্টেন), শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, নভদীপ সাইনি, জসপ্রীত বুমরাহ ও যুবেন্দ্র চাহাল৷

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশানে, মােজেস হেনরিকে, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জোস হ্যাজেলউড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.