চেন্নাই, ১৩ মেঃ তামিলনাডুতে রাজ্যে একটি সমাবেশে হিন্দু জঙ্গি কথাটি উল্লেখ করে বিতর্কে জড়ালেন এমএনএমের প্রতিষ্ঠাতা কমাল হাসান। রবিবার রাতে ওই র্যালিতে কামাল হাসান দাবি করেন স্বাধীন ভারতের প্রথম জঙ্গি ছিলেন হিন্দু। কমাল হাসানের কথায়, ‘আমি একজন গর্বিত ভারতীয় যে চায় ভারতের জাতীয় পতাকার তিনটি রঙের বিবিধতা বজায় থাকুক। স্বাধীন ভারতের প্রথম জঙ্গি ছিল হিন্দু। তার নাম নাথুরাম গডসে।’ তিনি আরও বলেন, ‘মুসলিম প্রভাবিত এলাকা বলে নয়, আমি এই কথা বলছি মহাত্মা গান্ধির মূর্তির সামনে দাঁড়িয়ে।’
সৌজন্যে উত্তরবঙ্গ সংবাদ