বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গিয়েছেন কিদম্বি শ্রীকান্ত। পুরুষ সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে চিনা প্রতিপক্ষের কাছে স্ট্রেট গেমে হেরে যান তিনি। অন্য দিকে জয়ের ধারা বজায় রেখেছেন লক্ষ্য সেন। স্পেনের প্রতিপক্ষকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী খেলোয়াড়।
চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে শুরু থেকেই পিছিয়ে ছিলেন শ্রীকান্ত। কোনও লড়াই দিতে পারেননি তিনি। ঝাও জুন পেংয়ের বিরুদ্ধে প্রথম গেম ১৮-২১ হারেন তিনি। পরের গেম হারেন ১৭-২১ ফলে। মাত্র ৩৪ মিনিটে শেষ হয়ে যায় খেলা।
অন্য দিকে কমনওয়েলথ গেমসের ছন্দেই খেলছেন লক্ষ্য। দ্বিতীয় রাউন্ডে স্পেনের লুই পেনালভেরের বিরুদ্ধে দাপটে জেতেন তিনি। লক্ষ্যর লম্বা র্যালির কোনও জবাব ছিল না লুইয়ের কাছে। প্রথম থেকেই পিছিয়ে পড়েন তিনি। প্রথম গেম ২১-১৭ জেতেন লক্ষ্য। দ্বিতীয় গেম জেতেন ২১-১০ ফলে। ম্যাচ জিততে এক ঘণ্টা ১২ মিনিট সময় লাগে তাঁর। গত বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন লক্ষ্য। এ বারেও তাঁর কাছে পদকের আশা।
পুরুষ ডাবলসে পরের রাউন্ডে উঠেছেন ভারতীয় জুটি এমআর অর্জুন ও ধ্রুব কাপিলা। তাঁরা হারিয়েছেন ডেনমার্কের কিম আস্ট্রুপ ও অ্যান্ডার্স স্কারুপ রাসমুসেন জুটিকে। খেলার ফল ভারতীয় জুটির পক্ষে ২১-১৭, ২১-১৬। অন্য দিকে মহিলা ডাবলসে ভারতীয় জুটি অশ্বিনী পোনাপ্পা ও এন সিক্কি রেড্ডি দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন।