কলকাতা…. ১৪ আগস্ট, ১৯৪৭। সকালবেলা… সকালের পরিবেশ এমনিতেই মনোরম হয়। কিন্তু এদিন বেলিয়াঘাট (বেলেঘাটা) অঞ্চলে তার কোনও চিহ্ন ছিলনা। চারদিকে কাদা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুর্গন্ধ গ্রাস করেছে এলাকার আকাশ বাতাস। গান্ধীজি প্রাতঃভ্রমণের জন্য রাস্তায় বেরিয়েছেন।আশেপাশের অঞ্চলে রাস্তার দু-ধারে ঘরবাড়ির ভাঙা ও পোড়া অংশ দেখা যাচ্ছে।দাঙ্গার পরদিন মুসলিম গুন্ডারা হিন্দুদের বাড়িঘরRead More →