বাংলায় বাক স্বাধীনতা নেই: বিজেপি মন্ত্রী

স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্যে বাক স্বাধীনতার অধিকার নেই৷ মনে করেন অসমের বিজেপি মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷

সম্প্রতি ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি পোস্ট করে যুব মোর্চার হাওড়া জেলার আহ্বায়ক প্রিয়াঙ্কা শর্মা৷ সেই অপরাধে তাকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম সেল। ১৪ দিনের জেল হেফাজে রয়েছে সে৷ এই ঘটনার প্রেক্ষিতেই রাজ্যে বাক স্বাধীনতা নেই বলে দাবি করেন হিমন্ত বিশ্বশর্মা৷ এই পরিস্থিতি চলতে থাকলে অবস্থা ভয়াবহ হবে বলে মনে করেন তিনি৷ ন্যায্য বিচার পেতে বিজেপি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে৷ সোমবার বিজেপি নেত্রীর জামিনের আবেদন মামলা গ্রহণ করেছে কোর্ট৷ মঙ্গলবার হবে শুনানি৷ জানিয়েছেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ৷

মেট গালা সাজ নিয়ে সম্প্রতি বলিউডের বিভিন্ন নায়িকাতে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয়৷ বাদ পরেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ বসানো একটি ছবিও ভাইরাল হয়৷ জানা যায়, নিজের ফেসবুকে অ্যাকাউন্ট থেকে ছবিটি প্রথম পোস্ট করেন বিজেপির যুব মোর্চার হাওড়া জেলা আহ্বায়ক প্রিয়াঙ্কা শর্মা৷ বৃহস্পতিবার ওই বিজেপি নেত্রীর বিরুদ্ধে দাশনগর থানায় অভিযোগ দায়ের করেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরা। তদন্তে নামে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম শাখা৷

শুক্রবারই ডেকে পাঠানো হয় প্রিয়াঙ্কাকে৷ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ৷ অভিযুক্তের দাবি, সে ওই ছবি তৈরি করেনি। শুধু মাত্র পোস্ট করেছিল। রাজনৈতির উদ্দ্যেশেই তাকে গ্রেফতার করছে পুলিশ৷ তার পাশে দাঁড়িয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বও৷ তারা মনে করেন, প্রধানমন্ত্রী বিরুদ্ধে প্রায়ই খারাপ শব্দ প্রয়োগ করে থাকেন মুখ্যমন্ত্রী৷ এতে মোদীজীর সম্মানহানি হয়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? প্রশাসন কেবল বিজেপি কর্মীদেরই নিশানা করছে৷

এদিকে সারদা কাণ্ডে জড়িত অভিযোগে রবিবারই দক্ষিণ ২৪ পরগনার সভা থেকে অসমের বিজেপি মন্ত্রী হিমন্তের বিরুদ্ধে সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে৷ তিনি বেআইনীভাবে টাকা নিলেও কেন পদক্ষেপ করল না সিবিআই তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটে রাজ্যের মানুষকে বিজেপি টাকা বিলি করছে বলেও অভিযোগ তাঁর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.