স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় সিন্ধু, চানু লাভলিনাদের সংবর্ধিত করবেন মোদী

 হার জিত খেলার অংশ। পারফরম্যান্সই শেষ কথা হ্যাঁ এভাবেই অলিম্পিকে যাওয়া খেলোয়াড়দের উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী। আর সেই কারণেই টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করা ভারতীয় দলের প্রতিটি সদস্যকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সংবর্ধনা দেবেন। স্বাধীনতা দিবসে বিশেষ সম্মান পাবেন পি ভি সিন্ধু, মীরাবাঈ চানু, লাভলিনা বড়গোহাঁইরা।

প্রধানমন্ত্রীর দপ্তর মারফত জানা গেছে ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লায় তাদের সকলকে সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু পদকজয়ী নয় টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করা ভারতীয় দলের প্রত্যেক সদস্যকে বিশেষ সম্মান জানানো হবে। তবে শুধু অলিম্পিকেই নয় দেশের প্রতিটি খেলোয়াড় সম্পর্কে খবরা-খবর রাখেন প্রধানমন্ত্রী। তাদের উদ্দেশ্যে একাধিক বার উৎসাহ জনক কথা বলতে শোনা গেছে প্রধানমন্ত্রীকে। ফলে অ্যাথলিটদের সঙ্গে মোদীর এই সাক্ষাৎ যে অন্য মাত্রা পাবে তাই বলাইবাহুল্য।

মঙ্গলবার বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হেরে যায় ভারতীয় পুরুষ হকি দল। আর এর সাথেই টোকিও অলিম্পিকে সোনা জয়ের স্বপ্ন মুছে যায় মনপ্রীত সিং-এর ভারতীয় দলের। কিন্তু তারপরেও টুইটারে তাদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। টুইটারে তিনি লেখেন, “হার-জিত খেলার অঙ্গ। আমাদের পুরুষ হকি দল টোকিও অলিম্পিকে সেরা পারফর্মেন্স করেছে। আর এটাই শেষ কথা। পরবর্তী ম্যাচ ও ভবিষ্যতের জন্য আমাদের দলকে শুভেচ্ছা । দেশ এমন খেলোয়াড়দের জন্য গর্বিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.