এবার ভারতের হাতে আসতে চলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাহাজ বিধ্বংসী মিসাইল ‘হারপুন’

সেনা শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে নিল ভারত। নৌশক্তি তথা জল যুদ্ধে আরো শক্তিশালী হতে চলেছে ভারত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাহাজ বিধ্বংসী মিসাইল ‘হারপুন’ এবার আসতে চলেছে ভারতের হাতে। এই মিসাইল বিক্রির ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে বাইডেন প্রশাসন। এর জন্য খরচ পড়বে ৮২ মিলিয়ন ডলার।

এর আগে জুলাই মাসে ভারতের হাতে অত্যাধুনিক এম এইচ ৬০ আর মাল্টিরোল হেলিকপ্টার তুলে দিয়েছে আমেরিকা। ভারতের নৌ বাহিনীকে আরো শক্তিশালী করতে এবার আমেরিকার কাছ থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হারপুন কিনতে চলেছে ভারত। পেন্টাগনের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “হারপুন মিসাইল কেনার ব্যাপারে প্রস্তাব দিয়েছিল ভারত। এছাড়াও মিসাইলটি রক্ষণাবেক্ষণ প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়ারও প্রস্তাব দেওয়া হয়েছিল। এ বিষয়ে মার্কিন সরকার সবুজ সংকেত দিয়েছে। এই মিসাইল বিক্রির ফলে ভারত-মার্কিন সম্পর্ক আরো শক্তিশালী হবে।”

২০১৬ সালে মোদীর মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময়ে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে কথা হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে তার মেজর ডিফেন্স পার্টনার বলে উল্লেখ করেছিল। এবার ভারতের হাতে হারপুন-এর মত মিসাইল এলে যে চিন ও পাকিস্তানের বিশেষ মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তা বলার অপেক্ষা রাখে না। ১৯৭৭ সালে এই মিসাইল তৈরি করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যেকোনো আবহাওয়ায়, দুনিয়ার যেকোন প্রান্তে সমানভাবে কাজ করতে সক্ষম এই মিসাইল। সমুদ্রে খুব নিচু দিয়ে উড়ে এটি আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুকে। ৩.৮ মিটার দৈর্ঘ্যের এই মিসাইল ওজন ৫০০ পাউন্ড। আমেরিকার অস্ত্র ভান্ডারের অন্যতম সেরা শক্তি এই হারপুন মিসাইল। ৩০ টির বেশি দেশের কাছে এই ক্ষেপণাস্ত্র রয়েছে। রাডারের কড়া নজর এড়িয়ে লক্ষ্যবস্তুকে নিমেষে ধ্বংস করতে সক্ষম এই মিসাইল। আমেরিকার অন্যতম সেরা মিসাইল পাওয়া শুধু এবার সময়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.