IPL 2022: গত বারের চ্যাম্পিয়নরা প্লে-অফেই উঠল না, জানুন CSK-এর ভরাডুবির ৫ কারণ

1/5চেন্নাই টিমে শুরু থেকেই আত্মবিশ্বাসের অভাব ছিল প্রবল। তার একটা বড় কারণ টুর্নামেন্ট শুরুর ঠিক আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দেওয়া। এটা চেন্নাইয়ের কাছে বড় ধাক্কা ছিল। যার জেরে সিএসকে শুরু থেকেই নড়বড় করছিল। ছবি: পিটিআই

চেন্নাইয়ের ব্যাটিং ব্যর্থতাও একটি বড় কারণ। ব্যাটারদের ধারাবাহিকতার বড় অভাব ছিল। বৃহস্পতিবার মুম্বইয়ের বিরুদ্ধেই যেমন ৯৭ রানে অল আউট হয়ে গিয়েছিল। আবার ২০০-র উপরেও রান করেছে তারা। ব্যাটারদের পারফরম্যান্সে কোনও সামঞ্জস্য ছিল না। ছবি: পিটিআই
2/5চেন্নাইয়ের ব্যাটিং ব্যর্থতাও একটি বড় কারণ। ব্যাটারদের ধারাবাহিকতার বড় অভাব ছিল। বৃহস্পতিবার মুম্বইয়ের বিরুদ্ধেই যেমন ৯৭ রানে অল আউট হয়ে গিয়েছিল। আবার ২০০-র উপরেও রান করেছে তারা। ব্যাটারদের পারফরম্যান্সে কোনও সামঞ্জস্য ছিল না। ছবি: পিটিআই
বোলারদের পারফরম্যান্সও তথৈবচ। ব্যাটাররা না পারলে, বোলাররা বিধ্বংসী বোলিং করে যে ম্যাচ বের করে নেবেন, এমনটাও ঘটেনি। তার উপর আবার দীপক চাহারের মতো বোলারের আইপিএল শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যাওয়াটা বড় ধাক্কা হয়ে যায় সিএসকে-র। তাঁর অভাবটা সিএসকে-র বাকি বোলাররা পূরণ করতে পারেননি। ছবি: পিটিআই
3/5বোলারদের পারফরম্যান্সও তথৈবচ। ব্যাটাররা না পারলে, বোলাররা বিধ্বংসী বোলিং করে যে ম্যাচ বের করে নেবেন, এমনটাও ঘটেনি। তার উপর আবার দীপক চাহারের মতো বোলারের আইপিএল শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যাওয়াটা বড় ধাক্কা হয়ে যায় সিএসকে-র। তাঁর অভাবটা সিএসকে-র বাকি বোলাররা পূরণ করতে পারেননি। ছবি: পিটিআই
রবীন্দ্র জাদেজা গত বছর দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু এ বার তাঁকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার পর থেকে তাঁর পারফরম্যান্স তলানিতে। তিনি গত বছর পার্থক্য গড়ে দিয়েছিলেন। এ বার জাড্ডু ফর্মে না থাকায় চেন্নাই বড় ধাক্কা খায়। একই অবস্থা মইন আলিরও। গত বার মইনও ভালো ছন্দে ছিলেন। কিন্তু এ বার তিনি হতাশই করেছেন। রুতুরাজ গায়কোয়াড় যিনি গত বার সর্বোচ্চ রান করেছিলেন, তিনিও ব্যর্থ। এটাও কিন্তু চেন্নাইয়ের ব্যর্থতার বড় কারণ। ছবি: পিটিআই
4/5রবীন্দ্র জাদেজা গত বছর দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু এ বার তাঁকে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার পর থেকে তাঁর পারফরম্যান্স তলানিতে। তিনি গত বছর পার্থক্য গড়ে দিয়েছিলেন। এ বার জাড্ডু ফর্মে না থাকায় চেন্নাই বড় ধাক্কা খায়। একই অবস্থা মইন আলিরও। গত বার মইনও ভালো ছন্দে ছিলেন। কিন্তু এ বার তিনি হতাশই করেছেন। রুতুরাজ গায়কোয়াড় যিনি গত বার সর্বোচ্চ রান করেছিলেন, তিনিও ব্যর্থ। এটাও কিন্তু চেন্নাইয়ের ব্যর্থতার বড় কারণ। ছবি: পিটিআই
ফ্যাফ ডু'প্লেসি বা সুরেশ রায়নার মতো ব্যাটারদের ছেড়ে দেওয়ায় চেন্নাইয়ের ভারসাম্য নষ্ট হয়ে যায়। দলে চেন্নাই পরিবর্তন করলেও, ব্যালেন্সড টিম গড়ে তুলতে তারা ব্যর্থ হয়। ছবি: আইপিএল টুইটার
5/5ফ্যাফ ডু’প্লেসি বা সুরেশ রায়নার মতো ব্যাটারদের ছেড়ে দেওয়ায় চেন্নাইয়ের ভারসাম্য নষ্ট হয়ে যায়। দলে চেন্নাই পরিবর্তন করলেও, ব্যালেন্সড টিম গড়ে তুলতে তারা ব্যর্থ হয়। ছবি: আইপিএল টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.