বাংলাদেশে হিন্দু নির্যাতন কি সত্যিই হয়? মুসলিমরা বলবে হয় না। হিন্দু বাংলাদেশীদের অভিমত কী? আপনারা কি সত্যিই নির্যাতিত?

প্রশ্নটা দেখে মেজাজটা খুব বিগড়ে গেলো, আর এত্ত স্মৃতি ভেসে উঠলো যে নিজে থেকে কিছু না লিখলে রাগটা থামবে বলে মনে হচ্ছে না।

সারাদিন যারা “বাংলাদেশ বাঁশের কেল্লা কর্মকমিশন” এর ছোঁয়ায় থাকে, তারা ভারত আর মিয়ানমারের সংখ্যালঘু নির্যাতন ছাড়া নিজ দেশেরগুলা দেখতে পাবারো কথা নাহ।

নাহ, আমরা নির্যাতিত নাহ! তা বলি কী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রসরাজ দাস কেন্দ্রিক ফেক আইডি থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের পরের ঘটনাটা কী ছিল যেনো? একইভাবে সিলেট, রংপুর, ভোলায় কি হইছিল? সাঈদিকে গ্রেফতারের পরে দিনাজপুরের কবিরাজ হাটে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হিন্দু বাড়িতে আক্রমণটা কি ছিল? পূর্ণিমার ঘটনা তো বানোয়াট ছিলো তাই নাহ? যশোরের মালোপাড়ার ঘটনা তো কাল্পনিক ছিলো বুঝি? ২০১৪ সালের নির্বাচনে ভোটে অংশগ্রহণের দায়ে পার্শ্ববর্তী মুস্লিম পাড়া অক্ষত থাকলেও দিনাজপুরের কর্ণাই গ্রামে ২২ টা পরিবারের কী হয়েছিলো যেন?? আর তাপসী নামের মেয়েটা তো ধর্ষণের অভিনয় করেছিলো তাই নাহ?? এরকম আরো শত শত ঘটনা আছে। তবে উল্লিখিত পূর্ণিমার কাহিনি ছাড়া বাকি ঘটনাগুলা কোন নিউজে শোনা নাহ, আমার নিজের পরিবার এবং নিজের আত্মীয়ের সাথে ঘটা ।

ভাই রে! ভার্সিটিতে মাইক্রোঅর্গানিজম আর প্লান্ট ফিজিওলজির ভাইভায় যদি আপনাকে জিজ্ঞেস করে, “কীরে, তুমি কি সংখ্যালঘু? তোমাদের এতগুলা ঈশ্বর কেন? তোমরা পূজা করো কেন? তোমার মতো মেধাবীরা যদি এখনো মিথ্যার পথ ছেড়ে সত্যের পথে না আসতে পারো, তাহলে তো সমস্যা। গরু খেলে কি সমস্যা? তুমি হাতে লাল সুতা পরো কেনো?” এবার বলেন আপনার কেমন অনুভূতি হবে!!!

আরেক শ্রেণি আছে যারা এসব ব্যাপারে কথায় কথায় ভারতের উদাহরণ দিবে, “ভারতে তো এর চেয়ে বেশি হয়”, ভাবসাব এমন যেন হিন্দুদের লিখিত দেশ ভারত আর আমরা হিন্দুরা ভারত থেকে এই দেশে পিকনিকে আসছি!! মজার ব্যাপার এই কূপমণ্ডূক একবারও পাকিস্তানের সংখ্যালঘুদের উদাহরণ টানে নাহ।

ভালো খারাপ সবখানেই আছে, কিন্তু নির্যাতন হয় নাহ, এটা কমেডি ছাড়া আর কিছুই নাহ।

আর সংবাদপত্রগুলো- হা হা হা !!! এরা যে কটা খবর প্রচার করে, তা অনেকটা এমন: ভারতের সংখ্যালঘু নির্যাতন করে উগ্র হিন্দুরা, মায়ানমারে উগ্র বৌদ্ধরা আর বাংলাদেশে হিন্দুদের জায়গা দখল করে/প্রতিমা ভাঙে/হিন্দুদের উপর অত্যাচার করে ” দুর্বৃত্তরা” (দারুণ নাহ???)

দিপক দেব নাথ ,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ গবেষণা সহকারী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.