বাংলা ভাষায় বার্তা নমোর

ব্রিগ্রেড মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “ভারাতমাতা কি জয়, বন্দমাতরম” বলে ব্রিগেডের মঞ্চে বক্তব্য শুরু করলেন মোদী। বঙ্গবাসীর বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় ভঙ্গ করেছে বলে তোপ দাগলেন মোদী। বললেন, ‘এবারই আসল পরিবর্তন হবে। সোনার বাংলা, প্রগতিশীল ও উন্নয়নের বাংলা গঠন হবে।’ মঞ্চে আসল পরিবর্তনের ব্যাখ্যা দেন মোদী।

জল্পনার অবসান। মোদীর মেগা ব্রিগেডে মঞ্চ থেকে বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। একেবারে বাঙালিবাবু বেশে গেরুয়া মঞ্চে হাজির হন মহাগুরু। ব্রিগেডের মঞ্চে ভাষণে মিঠুন বলেন, ‘বাঙালি বলে গর্বিত বোধ হয়।’ এরপরই নিজের জনপ্রিয় সিনেমার সংলাপ তুলে ধরে কিছুটা চড়া সুরে সুপারস্টারের হুঁশিয়ারি, ‘আমি জলঢোড়াও নই, আমি বেলেবোড়াও নই, আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি, হ্যাঁ, এবার বাংলায় এটাই হবে। আমার উপর আস্থা রাখুন। পালিয়ে যাওয়ার জন্য আসিনি।’

নির্বাচনের আগে ব্রিগেড সবসময়ই শক্তি প্রদর্শনের ক্ষেত্র হয়ে ওঠে। গত সপ্তাহে বাম-কংগ্রেসে বিগ্রেড ঘিরে দেখা গিয়েছিল তেমনই উন্মাদনা। তবে এবার প্রেক্ষাপটে বড় বদল। নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর এই প্রথম জনসভা করছেন প্রধানমন্ত্রী।


2:58 (IST) 7 Mar 2021
মোদীর প্রতিশ্রুতি
‘এখানে আসা প্রতিটি যুবক , মহিলা, সবাই আসল পরিবর্তনের জন্য এসেছেন। আপনাদের আসল পরিবর্তনের আশ্বাস দিতে এসেছি। বাংলাকে পুনর্নির্মানের আশ্বাস। এখানকার কৃষক, যুবক, মা-বোনেদের উন্নয়নের জন্য আমার ২৪ ঘণ্টা, দিনরাত পরিশ্রম করব।’ প্রতিশ্রুতি মোদীর।

2:57 (IST) 7 Mar 2021
‘আজই হয়তো ২ মে’
‘বাংলা উন্নয়নের নতুন শিখরে পৌঁছক, এটাই সবার ইচ্ছে। আজ আমাদের মধ্যে মিঠুন চক্রবর্তী রয়েছেন। আজ ব্রিগেড গ্রাউন্ডে আপনাদের হুঙ্কার শোনার পর আর কোনও সন্দেহ নেই। কেউ কেউ ভাববে আজই হয়ত ২ মে।’

2:54 (IST) 7 Mar 2021
‘আসল পরিবর্তন’ কী? ব্যাখ্যা দিলেন মোদী
‘অসল পরিবর্তনের মন্ত্রই বিজেপি সরকারের ভিত্তি হবে। আসল পরিবর্তনের অর্থ যেখানে যুবকরা রোজগার পাবেন। যেখানে কাজের জন্য মানুষকে পালাতে না হয়। যেখানে বাণিজ্য হবে, বিনিয়োগ হবে, অত্যাধুনিক পরিকাঠামো থাকবে। যেখানে গরীবও এগিয়ে যাওযার সুযোগ পাবেন। যেখানে প্রতিটি অঞ্চল ও বর্গের উন্নয়ন। উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, গরীব থেকে আদিবাসী, সবার ওপরে সমান নজর দেওয়া হবে। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস হবে। উন্নয়ন সবার হবে, তুষ্টিকরণ নয়। যেখানে অনুপ্রবেশ বন্ধ করা হবে।’ আসল পরিবর্তনের ব্যাখ্যা দিলেন মোদী।

2:50 (IST) 7 Mar 2021
ফের বাংলা ভাষায় বার্তা নমোর
বাংলার উন্নয়নের জন্য আজ আমি আপনাদের আশ্বস্ত করতে এসেছি আপনাদের, ব্রিগেডে বার্তা মোদীর

2:46 (IST) 7 Mar 2021
মমতা বাঙালির বিশ্বাস ভঙ্গ করেছেন: মোদী
‘রাজ্যবাসী সোনার বাংলা চায়। প্রগতিশীল বাংলা, উন্নয়নের বাংলা চায়। আপনারা দিদি-র হাতে বাংলার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে। কিন্তু এখন বাঙালি কোমর বেঁধেছে। এবার আসল পরিবর্তন হবেই।’ বললেন মোদী।

2:42 (IST) 7 Mar 2021
মোদীর কটাক্ষ
‘ব্রিগেডের মাঠের এক পাশে নেতাজির জন্মস্থান, অ্যদিকে বিবেকানন্দের জন্মস্থান। এটা বাংলার প্রেরণা স্থল। এই মাঠ অনেক দেশভক্তকে দেখেছে। একইসঙ্গে এই মাঠ বাংলার বিকাশ আটকানোর জন্য যাঁরা দায়ি তাঁদেরকেও দেখেছে।’ কটাক্ষ মোদীর।

2:40 (IST) 7 Mar 2021
আপ্লুত মোদী
‘অনেক সভায় বক্তব্য রেখেছি। কিন্তু এ যেন আশীর্বাদ মনে হচ্ছে। এমন ছবি আজ দেখছি। হেলিকপ্টার থেকে কোনও জায়গা ফাঁকা দেখলাম না। যাঁরা রাস্তায় আছেন, তাঁরা মনে হয় আর পৌঁছতে পারবেন না। আপনাদের প্রণাম’ মোদী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.