আমেরিকার ইন্টেলিজেন্স সাইট হ্যাক করলো ইরানিয়ান হ্যাকাররা , এদিকে উগান্ডাতে জেহাদি হামলায় নিহত অন্তত তিন জন, আহত বহু

আমেরিকার (USA) ইন্টেলিজেন্সের সাইট হ্যাক করলো ইরানিয়ান হ্যাকাররা (Iranian Hackers)।
শুধু ইন্টেলিজেন্স সাইট বা সেক্টর নয়, ইরানিয়ান হ্যাকাররা আমেরিকার স্বাস্থ্য (Health care service) ও পরিবহন (Transport) ওয়েবসাইট ও হ্যাক করেছে।

আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটির (Homeland Security) তরফে জানা গিয়েছে যে এই গোপন তথ্য চলে যাবেই জেহাদিদের কাছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় এর মোকাবিলাও শুরু করে দিয়েছে আমেরিকা যাতে জেহাদিদের হাতে তথ্য এলেও তারা বিশেষ কোনো সুবিধে যেন করতে না পারে।

এদিকে উগান্ডা (Uganda) তে কুখ্যাত জঙ্গি সংগঠন ও ইসলামিক স্টেটের অন্যতম সহযোগী এলইড ডেমোক্রেটিক ফোর্স (Allied Democratic Force বা A D F ) হামলা চালালো।

হামলা টি হয় উগান্ডার রাজধানী কাম্পালাতে হয় জোড়া বিস্ফোরণ।

প্রথম বিস্ফোরণটি হয় পার্লামেন্ট (Parliament) এর সামনে ও দ্বিতীয়টি হয় একটি পুলিশ স্টেশনে (Police station)।
এই কাণ্ডে মারা গিয়েছেন কমপক্ষে তিন জন , আহত হয়েছেন অন্তত ৩৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.