বাংলাদেশে হিন্দু গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় আছড়ে পড়লো যুক্তরাষ্ট্রে, কয়েক হাজার হিন্দু, শিখ, খ্রিষ্টান ও বৌদ্ধরা শামিল হলো মিছিল ও জমায়েতে

বাংলাদেশে হিন্দু গণহত্যার(Hindu genocide) বিরুদ্ধে ব্যাপক ভাবে আন্দোলন শুরু হলো ক্যালিফর্নিয়াতে ।

কয়েক হাজার মানুষ মিছিল বার করে বাংলাদেশে হিন্দু গণহত্যার (Hindu genocide) প্রতিবাদে।
হিন্দুরা ছাড়াও এই মিছিল ও সমাবেশে অংশ নেয় খ্রীষ্টান , ইহুদি , শিখ ও বৌদ্ধরা।

মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হিন্দু সংগঠন এর সাথে হাত মিলিছে সেই মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু খ্রীষ্টান , শিখ ও ইহুদি সংগঠনও।

তাদের সম্মিলিত বক্তব্য , মুসলিম দেশ বাংলাদেশই হোক বা অন্যকোনো মুসলিম দেশ ই হোক বা কোনো অমুসলিম দেশ ই হোক না কেন , সাম্প্রদায়িক মুসলিমদের অত্যাচারের শিকার হয়েছেন বা হচ্ছেন সেক্যুলার হিন্দু সহ অমুসলিমরা এবং সম্মিলিত ভাবেই এর প্রতিকারের ব্যবস্থা করতে হবে এই জিহাদের বিরুদ্ধে লড়াই ও সংগ্রাম করে।

ISKCON এর Board of Directors এর সদস্য বালিমর্দানা দাস বলেন যে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে লড়াই অসম্ভব। শুধু ক্যালিফর্নিয়া নয় , মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলি শহরেই এই বিষয়ে মিটিং , মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.