দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল

ফের কমলো করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের দৈনিক সংক্রমণ। গতকালের তুলনায় আজ পুনরায় কিছুটা কমেছে সংক্রমণ। সেই সঙ্গে কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা ৮১ লক্ষ্য পার করেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪৮,২৬৮ জন। সংক্রমনের ফলে মৃত্যু হয়েছে মোট ৫৫১ জনের। সুস্থ হয়েছেন ৫৯,৪৫৪ জন। এই মুহূর্তে দেশে মোট সুস্থতার হার ৯১.৩৪% আর মৃত্যুর হার ১.৪৯%। গত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্ট করানো হয়েছে মোট ১০,৬৭,৯৭৬ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Minister Of India) বুলেটিন অনুসারে আজ ৩১শে অক্টোবর শনিবার সকাল আটটা পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮১,৩৭,১১৯ জন। মৃত্যু হয়েছে মোট মৃত্যু হয়েছে মোট ১,২১,৬৪১ জনের। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৫,৮২,৬৪৯জন। এই মুহূর্তে করোনা পরিসংখ্যানের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সংক্রমনের প্রাথমিক পর্যায় থেকেই মৃত এবং আক্রান্ত এই দুই সংখ্যাই সবথেকে বেশি মহারাষ্ট্রে। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক। চতুর্থ স্থানে রয়েছে তামিলনাড়ু, পঞ্চমে উত্তরপ্রদেশ এবং ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী দিল্লি। মূলত এই ৬টি রাজ্যে সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে মানুষ।

অন্যদিকে এই মুহূর্তে বিশ্বের কোভিড আক্রান্তের পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। প্রথম স্থানে রয়েছে আমেরিকা এবং তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। অন্যদিকে সংক্রমণে মৃতের সংখ্যার নিরিখে আমেরিকা এবং ব্রাজিলের পর তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই মুহূর্তে মহারাষ্ট্রে সংক্রমনের ফলে মৃত্যু হয়েছে মোট ৪৩,৭১০ জনের, সুস্থ হয়েছেন ১৪,৯৪,৮০৯জন। অন্ধ্রপ্রদেশে সংক্রমনের ফলে মৃত্যু হয়েছে মোট ৬৬৫৯ জনের। কর্নাটক ও তামিলনাড়ুতেও মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে সংক্রমনের ফলে মৃত্যু দিল্লিতে সংক্রমনের ফলে মৃত্যু হয়েছে ৬৪২৩ জনের। সুস্থ হয়েছেন মোট ৩,৩৮,৩৭৮জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.