অখিল ভারতীয় আখড়া পরিষদ প্রধানের ঝুলন্ত দেহ উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা, উত্তর প্রদেশে সামনের বছর ভোট, সুতরাং যোগী রাজ্য হয়ে উঠেছে এখন রহস্যের রঙ্গভূমি!

মহারাষ্ট্রের থেকে শুরু করে উত্তর প্রদেশ, দেশে সাধুদের খুন ও অকস্মাৎ মৃত্যু এক পরিচিত ঘটনা। অখিল ভারতীয় আখড়া পরিষদ প্রধানের মৃত্যু নিয়ে দানা বাঁধছে রহস্য। প্রাথমিকভাবে অনুমান, গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি, কিন্তু পোস্টমর্টেমের পর বোঝা যাবে আসল কারণ।
উত্তর প্রদেশে সামনের বছর ভোট, সুতরাং রাজ্য হয়ে উঠেছে এখন রহস্যের রঙ্গভূমি। মৃত মহারাজের সাথে অখিলেশ যাদব দেখা করার পর করোনা আক্রান্ত হয়ে তিনি ইসোলেশনে ছিলেন।

বছর বাহান্নের মোহন্ত নরেন্দ্র গিরি মহারাজ (Mahant Narendra Giri Maharaj) উত্তরপ্রদেশের প্রয়াগরাজের (Prayagraj) বাসিন্দা। সোমবার সকাল থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁর ঘর ভিতর থেকে বন্ধ ছিল। বারবার ডাকাডাকির পরেও কোনও সাড়াশব্দ না মেলায় সন্দেহ দানা বাঁধে। খবর দেওয়া হয় পুলিশে।

খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশ প্রথমে ঘরের দরজা ধাক্কা দেয়। তবে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি তাঁর। দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। অখিল ভারতীয় আখড়া পরিষদের প্রধান মোহন্ত নরেন্দ্র গিরি মহারাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। অবাক হয়ে যান প্রায় সকলেই। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে, কিন্তু হাতের লেখা তাঁর কিনা জানা যায় নি।

উল্লেখ্য, এপ্রিলের শুরুতে কুম্ভমেলা চলাকালীন হরিদ্বারে মোহন্ত নরেন্দ্র গিরি মহারাজের সঙ্গে দেখা করেন অখিলেশ যাদব। তারপরই ভাইরাস থাবা বসিয়েছিল নরেন্দ্র গিরি মহারাজের শরীরেও। সেই সময় আশ্রমে আইসোলেশনেই ছিলেন তিনি। সোমবার মোহন্ত নরেন্দ্র গিরি মহারাজের মৃত্যুতে রহস্য দানা বেঁধেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.