কর্মহীনের আত্মহত্যায় প্রথম স্থানে বামেদের কেরল : ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো

২০১৮ সালে বেড়েছে বেকার আত্মহত্যা। আর সেই তালিকায় শীর্ষে বাম শাসিত রাজ্য কেরালা। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের এই তথ্যে অস্বস্তিতে কেরল সরকার। গত দু’বছর, অর্থাৎ ২০১৮-১৯ অর্থবছরে বেকার আত্মহত্যার সংখ্যা অনেকটাই বেড়েছে বলে দাবি করছে কেন্দ্রীয় তথ্য। মোট ১২,৯৩৬ জন বেকার আত্মহত্যা করেছেন। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ তথ্যে প্রকাশিত হয়েছে যে, দেশে মোট আত্মহত্যা ২০১৮ সালে ৩.৬% বৃদ্ধি পেয়ে ২০১৭ সালের ১,২৯,৮৭৭ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১,৩৪,৫১৬।
২০১৭ সালে মোট আত্মহত্যার ৯.৪% (১২,২৪১) কর্মহীন মানুষ। যাঁরা হতাশায় ভুগে আত্মহত্যা করেছেন। এর মধ্যে ৮. 8.% (১১,৩৭৯) কর্মহীন।
২০১৫ সালে বেকারদের মোট আত্মহত্যার ৮.২% (১০,৯১২) ছিল। আত্মহত্যাগুলির মধ্যে ৯.৪% (১২,২০২) ২০১৮ সালে, সরকারি তথ্যে​ বেশিরভাগ ঘটনা ঘটেছিল কেরলে (১,৫৮৫), এরপরে তামিলনাড়ু (১,৫৭৯), মহারাষ্ট্র (১,২৬০), কর্ণাটক (১,০৯৪) এবং উত্তরপ্রদেশে (৯০২)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.