প্যারোলে মুক্তি পেয়ে নিখোঁজ জলিস আনসারি, হন্যে হয়ে খুঁজছে পুলিশ

প্যারোলে ছাড়া পাওয়ার পর আচমকাই নিখোঁজ হয়ে গেল ‘ডক্টর বম্ব’| ১৯৯৩ মুম্বই বিস্ফোরণের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী জলিস আনসারি (৬৮), বোমা বিশেষজ্ঞ জলিসের অপর একটি নাম হল ‘ডক্টর বম্ব’| প্যারোলে ছাড়া পাওয়ার পর থেকেই ৬৮ বছর বয়সি জলিসের কোনও খোঁজ নেই| ‘ডক্টর বম্ব’-কে হন্যে হয়ে খুঁজছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ও রাজস্থান পুলিশ| ১৯৯৩ মুম্বই বিস্ফোরণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত জলিস আনসারি| দক্ষিণ মুম্বইয়ের এগরিপাড়া এলাকার বাসিন্দা জলিস বন্দি ছিল রাজস্থান সেন্ট্রাল জেলে|
সম্প্রতি ২১ দিনের প্যারোলে ছাড়া পেয়েছিল জলিস| ছাড়া পাওয়ার পর নিয়মমতো প্রতিদিন মুম্বইয়ের এগরিপদা পুলিশ স্টেশনে সকাল সাড়ে দশটায় হাজিরা দেওয়ার কথা ছিল জলিসের| বেশ কয়েকদিন সেটাও করেছিল সে| শুক্রবার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার কথা ছিল| আগের দিন বৃহস্পতিবার থেকেই জলিসের কোনও খোঁজ নেই| পুলিশ স্টেশনে হাজিরা দিতেও আসেনি সে| জলিসের ছেলে জাইদ আনসারি জানিয়েছে, ‘বাবার কোনও খোঁজ পাচ্ছি না| নমাজ পড়তে বেরিয়েছিলেন বাবা, তারপর আর বাড়ি ফেরেননি|’ এগরিপদা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে| জলিস আনসারির এই নিখোঁজ-রহস্য ঘুম উড়িয়ে দিয়েছে পুলিশের| তাকে খুঁজছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ও সন্ত্রাস দমন শাখা| সমস্ত থানায় পাঠানো হয়েছে সতর্কবার্তা| শুধুমাত্র মুম্বই ধারাবাহিক বিস্ফোরণ নয়, আরও কয়েকটি বিস্ফোরণের নেপথ্যেও হাত ছিল জলিসের| সিমি এবং ইন্ডিয়ান মুজাহিদিনের মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগ পেয়েছেন গোয়েন্দারা| বোমা বিশেষজ্ঞ জলিসের নাম দেওয়া হয়েছিল ‘ডক্টর বম্ব’|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.