আন্তর্জাতিক মহলে আফগান সন্ত্রাস নিন্দাই কি সুর নরমের কারণ?

‘ভারতের সঙ্গে কোনও বিবাদ চায় না আফগানিস্তান’। আন্তর্জাতিক সংবাদসংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বললেন তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। একইসঙ্গে আফগানিস্তানের জঙ্গি সংগঠনগুলিকেও নিকেশ করা হয়েছে বলে জানান তিনি। 

নতুন আফগান সরকারের বিদেশনীতি সম্পর্কে বলতে গিয়ে আমির খান মুত্তাকি বলেন, ‘আমরা কোনও দেশের সঙ্গেই বিরোধ চাই না। ভারতের সঙ্গেও নয়’। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্যই তালিবানরা এই পথ নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। মুত্তাকির কথায়, ‘আমরা চাই না আফগানিস্তান কোনও দেশের সঙ্গে বিরোধে জড়াক বা এমন কোনও প্রতিবন্ধকতার মুখে পড়ুক, যা দেশের উন্নয়নে প্রভাব ফেলতে পারে’। 

ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হচ্ছে বলে দাবি করে মুত্তাকি আরও বলেন, ‘আমরা যখন মস্কোর অধিবেশনে অংশ নিই, সেই সময় ভারত, পাকিস্তান সহ একাধিক দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ভারত সহ একাধিক দেশের সঙ্গে আমাদের ইতিবাচক আলোচনাই হয়েছে’। 

ক্ষমতা দখলের পর থেকে আফগানিস্তানে যে ইসলামিক জঙ্গি সংগঠনগুলি মাথা চাড়া দিয়ে উঠছে, তা দেশের নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করে তিনি জানান, তালিবান সরকার দেশের অধিকাংশ জায়গা থেকেই দায়েশদের নিকেশ করেছে। তিনি বলেন, ‘আগে আফগানিস্তানের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ ছিল ইসলামিক এমিরেটসের হাতে। আগের আফগান সরকারের হাতে যে অঞ্চলগুলির শাসনভার ছিল, কেবল সেখানেই দায়েশরা উপস্থিত ছিল। তালিবান গোটা দেশের দায়িত্বভার নেওয়ার পরই এই জঙ্গিদের নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.