প্রধানমন্ত্রীর উপর হামলার সতর্কবার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের,আলকায়দা সহ আরও দুই জঙ্গী সংগঠনের জঙ্গীদের ছবি সাঁটলো দিল্লির রাজপথে

প্রজাতন্ত্র দিবসের প্যারেডের আগে দিল্লি এনআরসির সব জায়গায় একাধিক মোস্ট ওয়ান্টেড জঙ্গীদের ছবি প্রকাশ করল দিল্লি পুলিশ | বিগত সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে পাঠানো ডিজিদের চিঠিতে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর প্রাণঘাতী হামলার সম্ভাবনা রয়েছে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে | আর তা শুধু মাটিতে নয় |

আকাশ পথেও হতে পারে এই হামলা | এর পিছনে থাকতে পারে আল কায়দা, ইন্ডিয়ান মুজাহিদিনের কর্ণাটক মডিউল ও খালিস্তানি জঙ্গী| চিঠিতে উল্লেখ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্য হুমকি ছাড়াও বেনামী চিঠি দিয়ে প্রাণ সংশয়েক কথা বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে | ইন্ডিয়ান মুজাহিদিনের কর্ণাটক মডিউল যে অতি সক্রিয় তা নিয়ে কয়েকদিন আগেই খবর করেছিল রাইজিং বেঙ্গল |

people get valuable document by dialling helpline numbers

বাংলাদেশি জঙ্গী সংগঠনকে চাঙ্গা করে এদেশের মাটিতে নাশকতার পরিকল্পনা করছে ওই সংগঠন | দিল্লি পুলিশ এবার সেই মডিউলের চার জঙ্গীর নাম ও ছবি প্রকাশ করে সাঁটিয়ে দিল রাজপথে | তাদের সম্বন্ধে কোন তথ্য থাকলে তা দিতে বলা হল পুলিশ কন্ট্রোল রুমে | সেই জঙ্গীদের মধ্যে একজন রয়েছে কলকাতার বাসিন্দা |

আনির রেজা খান সহ আর তিনজন হল শাবান্দারি মহম্মদ কবাল,রাহিত শেখ রিয়াজ ভাটকল |এদের মধ্যে দুজন কর্ণাটক ও একজন মুম্বইয়ের বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর | এরা ছাড়াও সাতজন আলকায়দার জঙ্গী ও পাঁচ জন খালিস্তানী জঙ্গীর নাম প্রকাশ করেছে দিল্লি পুলিশ |

আরো পড়ুন :পাকিস্তান থেকে আগত পাঁচ মাস আগে ভারতের নাগরিকত্ব পাওয়া মেয়ে এবার সরপঞ্চ হওয়ার দৌড়ে

যাদের সম্পর্কে তথ্য জানতে চাইছেন তারা | প্রজাতন্ত্র দিবস চলাকালীন সিএএ নিয়ে প্রতিবাদ চলায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে এইবার | তাকে কেন্দ্র করে যাতে অশান্তি না বাড়ে সেদিকে নজর রয়েছে প্রশাসনের | বিদেশের অতিথিদের সুরক্ষার পাশাপাশি দেশের মুখ রক্ষাও এখন বাড়তি চ্যালেঞ্জ দিল্লি পুলিশ ও প্রশাসনের কাছে এবারের প্রজাতন্ত্র দিবসে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.