কুখ্যাত (১৬ই আগষ্ট) দিনে “খেলা হবে” উদযাপন করে সনাতনীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী যেন আর প্রহসন রূপী খেলায় মত্ত না হন

পশ্চিম বঙ্গের বিরোধী দল-নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে সঙ্গে নিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের ২০ জন সন্ন্যাসী ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সন্ন্যাসীবৃন্দ সহ মোট ৫০ জন সন্ন্যাসীর একটি দল আজ ১০ই আগষ্ট দ্বিপ্রহরে ‘রাজ-ভবনে’ গিয়ে মহামহিম রাজ্যপালের সঙ্গে দেখা করেন। ভারত সেবাশ্রম সঙ্ঘের ৩ জন সন্ন্যাসী প্রতিনিধি অন্যান্য প্রতিষ্ঠানের ৪ জন প্রতিনিধি তাদের সংক্ষিপ্ত বক্তব্যে মহামহিম রাজ্যপালকে স্মরণ করিয়ে দিয়েছেন, “১৯৪৬ সালে ১৬ই আগষ্ট মহম্মদ আলী জিন্না Direct action (প্রতক্ষ সংগ্রাম) এর ডাক দিয়েছিলেন। শান্তিকামী সনাতনী হিন্দুরা বুঝতে পারেনি Direct action টা কি? এর অর্থই বা কি?
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন সরোয়ার্দী ও কলকাতার মেওয়ার ওসমা খাঁর নেতৃত্বে মুসলীম গুন্ডা বাহিনী হায়নার মত ঝাঁপিয়ে পড়েছিল ভোর বেলায় কলকাতা মহানগরীর ঘুমন্ত সনাতনী হিন্দুদের উপর। নর-সংহার চলেছিল ৩ দিন ব্যাপী। ১৬ই আগষ্ট কুখ্যাত কালো দিন রূপে চিহ্নিত হয়ে আছে, ‘The great Calcutta killing’ রূপে। সরকারী হিসাবে ৬০০০ এবং বেসরকারী হিসাবে ১০,০০০ সনাতনী হিন্দু বলী-প্রদত্ত হয়েছিলেন অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হোসেন সরোয়ার্দী ও….সোরায়ার্দী ও কলকাতার মেয়র ওসমান খাঁর নেতৃত্ব সংগঠিত গুন্ডা বাহিনী দ্বারা”। শকুনী, গৃধিনী কলকাতার রাস্তায় পড়ে থাকা হাজার হাজার সনাতনীদের দেহ খুবলে খুবলে খুবলে খেয়েছিল”।
বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন, ১৬ই আগষ্ট ”খেলা হবে দিবস” রূপে উদযাপন করবেন।
আমরা বিভিন্ন সেবামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দেশ ভক্ত সন্ন্যাসীবৃন্দ মহামহিম রাজ্যপালকে সনির্বন্ধ অনুরোধ জানিয়ে এসেছি মাননীয়া মুখ্যমন্ত্রীকে মহামহিম রাজ্যপাল যেন অনুরোধ করেন যাতে করে “১৬ আগষ্ট খেলা হবে দিবস” উদযাপন না করে, মাননীয়া মুখ্যমন্ত্রী যেন অন্য যে কোন দিন “খেলা হবে দিবস উদযাপন” করলে আমরা বাধিত হব। কারন “১৬ই আগষ্ট” ঐ কুখ্যাত দিনে অমাদের পূর্ব পুরুষ যাঁরা বলি প্রদত্ত হয়েছিলেন তাঁদের জন্যে আমাদের হৃদয় দুঃখে ভারাক্রান্ত থাকে।
সেই কুখ্যাত (১৬ই আগষ্ট) দিনে “খেলা হবে” উদযাপন করে সনাতনীদের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী যেন আর প্রহসন রূপী খেলায় মত্ত না হন।
এটাই তাঁর কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.