BJP Leader Murdered : ভগবানপুরে BJP কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ, উত্তেজনা

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর থানার বাসুদেববেরিয়া অঞ্চলে BJP নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম ভাস্কর বেরা। গেরুয়া শিবিরের অভিযোগ, গতরাতে ভাস্কর বেরাকে অপহরণ করে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

বিজেপি-র অভিযোগ, শনিবার রাতে কালীপুজো উপলক্ষ্যে ঘট উত্তোলনের জন্য যাচ্ছিলেন ভাস্কর বেরা। পথে তাঁকে দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। তারপর রাস্তায় মেরে ফেলে দেয়। জানা গিয়েছে, মৃত ব্যক্তি বিজেপির বুথ সাধারণ সম্পাদক ছিলেন।

বিজেপির অভিযোগ, ভগবানপুর বিধানসভা কেন্দ্র তাদের দখলে রয়েছে। সেই কারণে, ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে বিজেপি কর্মীদের উপর হামলা করা হচ্ছে। তাদের কর্মীদের খুন করা হচ্ছে। অথচ দোষীরা কোনও শাস্তি পাচ্ছে না। ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি জানান, তাঁদের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে। পুলিশের কাছে এই নিয়ে একাধিকবার দরবার করা হয়েছে। তবে পুলিশ কোনও পদক্ষেপই করছে না।

এদিকে খুনের অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের দাবি, মৃত ব্যক্তি মদ্যপ ছিলেন। তিনি যখন ঘট ভরতে যান তখনও মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁর সঙ্গে রাজনীতির কোনও যোগ ছিল বলে জানা নেই। মৃত্যু কেন হল তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর জানা যাবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে ভগবানপুরের দেঁড়েদিঘি এলাকায় চন্দন মাইতি খুন হয়েছিলেন। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় শুরু হয়েছিল। এরই মধ্যে ভগবানপুর ২ ব্লকের বাসুদেববেড়িয়ায় বিজেপি কর্মী ভাস্কর বেরাকে খুন করা হয় বলে অভিযোগ। যা নিয়ে উত্তেজনা চরমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.