তৃণমূল ছেড়ে কেজরির দলে যোগ দিচ্ছেন অশোক তানওয়ার, হরিয়ানায় মুখ থুবড়ে পড়ল ঘাসফুল

একে একে নিভিছে দেউটি। সর্বভারতীয় দল হয়ে ওঠার চেষ্টায় হরিয়ানার প্রভাবশালী নেতা অশোক তানওয়ারকে দলে টেনেছিল তৃণমূল। মাত্র সাড়ে চার মাসেই মোহভঙ্গ। জানা গেছে, সোমবার দুপুরেই তৃণমূল ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিতে চলেছেন অশোক।

হরিয়ানার অন্যতম প্রভাবশালী এই রাজনীতিবিদ এর আগে কংগ্রেসে ছিলেন। ২০০৯ সালে সিরসা থেকে জিতে লোকসভার সাংসদ হন। দীর্ঘদিন প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বও সামলেছেন অশোক তানওয়ার। ২০১৯ সালের বিধানসভা ভোটের আগে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিংয়ের সঙ্গে তাঁর বিরোধ চরমে পৌঁছয়। এরপরই তিনি হাত শিবির ছেড়ে বেরিয়ে আসেন।

২০২১ সালে নিজস্ব রাজনৈতিক দল তৈরি করেন অশোক। নাম দেন, ‘আপনা ভারত মোর্চা’। কিন্তু সেই দল জনমানসে বিশেষ দাগ কাটতে পারেনি। পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ২০২১-এর নভেম্বর মাসে তৃণমূলে যোগ দেন।

গত নভেম্বর মাসে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরেই জোড়াফুল শিবিরে পর পর যোগদান করেন ভিন রাজ্যের রাজনীতিবিদরা। পবন বর্মা, কীর্তি আজাদ ছাড়াও সেই তালিকায় অন্যতম মুখ ছিলেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস সভাপতি অশোক তানওয়ার। তাঁর মাধ্যমে হরিয়ানায় সংগঠন তৈরির প্রয়াস শুরু করেছিল তৃণমূল৷ কিন্তু, আচমকাই তাঁর ভোলবদলে বেশ কিছুটা অস্বস্তিতে ঘাসফুল শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.