রবিবার বিকেলে নিগমবোধ ঘাটে অরুণ জেটলির শেষকৃত্য

রবিবার বিকাল চারটেতে অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হবে নিগমবোধ ঘাটে ৷ তবে তার আগে সকাল দশটা পর্যন্ত তাঁর দেহ থাকবে জেটনির বাসভবনে৷ সেখান থেকে তারপরে দেহ যাবে বিজেপি সদর দফতরে৷ যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন৷

বিজেপি কার্যকরী সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি শেষকৃত্য সম্পন্ন হবে আগামিকাল৷

রবিবার সকাল ১০টা পর্যন্ত তার মরদেহ থাকবে কৈলাশ কলোনীতে জেটলির বাসভবনে৷ সেখান থেকে এনে মরদেহ শায়িত রাখাহবে দলীয় সদর দফতরে৷ সেখানে নেতা কর্মীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন৷ তারপরে বিকেলে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে৷ নাড্ডা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে জেটলির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁর শোকবার্তা জানিয়েছেন৷

গত ৯অগস্ট অসুস্থ হয়ে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি ভর্তি ছিলেন অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে। শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মত্যুকালে তাঁর বয়য় হয়েছিল ৬৬ বছর ।

মোদী প্রথম পর্যায়ের মন্ত্রীসভায় তিনি শুধু অর্থমন্ত্রীই নন, প্রতিরক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্বও সামলেছিলেন। বাজেপিয়া জমানায় তিনি ছিলেন তথ্যসম্প্রচার , আইন ও কোম্পানি বিষয়ক, বাণিজ্যমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.