পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পর এবার অগ্নিগর্ভ খাইবার পাখতুনখোয়া, উঠলো পাকিস্তান থেকে ‘আজাদীর’ ডাক

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের পর এবার অগ্নিগর্ভ খাইবার পাখতুনখোয়া, উঠলো পাকিস্তান থেকে ‘আজাদীর’ ডাক।একই সঙ্গে তালিবান ও পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলো পাখতুনরা। তারা পরিষ্কার জানিয়ে দিলো যে দুই পক্ষই পাখতুনদের শত্রু।

গতকাল পাকিস্তানের ওয়াজিরিস্তানে (Waziristan) বিশাল সমাবেশ ও মিছিল করে পাখতুনরা।পাকিস্তান সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ, তারা তালিবানদের পক্ষ নিয়ে ছায়া যুদ্ধ চালাচ্ছে আফগানিস্তানে।
পাখতুন তাহাফজ মুভমেন্ট(Pakhtun Tahafaz Movement) দলের দুই মুখপত্র মনজুর আহমেদ পাশটিন (Manzoor Ahmedh Pashteen) ও রোশন দাওয়ারের (Roshan Dawar) মতে তালিবান শাসন শেষ করে দেবে আফগানিস্তানকে এবং তার জন্য মূলত দায়ী পাকিস্তান, কারণ তালিবান দের সবপ্রকার সাহায্য করেছে এবং করে চলেছে পাক সরকার।

একই সঙ্গে পাখতুন তাহাফজ মুভমেন্ট এর তরফে এও জানানো হয় যে আফগানিস্তানকে তালিবানদের হাত থেকে বাঁচাতে প্রয়োজনে তারাও যুদ্ধে নামবে তালিবান ও পাকিস্তান উভয়ের বিরুদ্ধেই।

পাখতুনদের সাফ বক্তব্য, তাঁরা আফগানিস্তানকে তালিবান মুক্ত করতে চায় ও এরই সাথে পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়ে স্বাধীন ওয়াজিরিস্তান গড়তে চায় এবং তার জন্য তারা পাকিস্তান সরকারের সাথে যুদ্ধ করতেও প্রস্তুত।
তাঁরা কান্দাহারে(Kandahar) তালিবানদের হাথে খুন হওয়া আফগান কৌতুক অভিনেতা নজর মুহম্মদের (Nazar Muhammed) খুনের তীব্র সমালোচনা করেন।
প্রসঙ্গত , বিখ্যাত আফগান কৌতুক অভিনেতা নজর মুহাম্মদকে বাড়ি থেকে বার করে এনে গাছের সাথে বেঁধে প্রচন্ড প্রহার করে তালিবানরা এবং পরিশেষে মাথা কাটা হয় ইসলামী রীতি ও নীতি মেনে।

পাখতুনদের সাফ বক্তব্য, তাঁরা আফগানিস্তানকে তালিবান মুক্ত করতে চায় ও এরই সাথে পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়ে স্বাধীন ওয়াজিরিস্তান গড়তে চায় এবং তার জন্য তারা পাকিস্তান সরকারের সাথে যুদ্ধ করতেও প্রস্তুত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.