গল্প: অলীক আনন্দ
কোথায়ও একটা কোকিল ডাকছে। সামান্য বিরতি দিয়ে ডাকছে। ডেকে যাচ্ছে। অদূরে আরিফ সাহেবের মিলের মাঠে নিঃসঙ্গ করবী গাছটায় বসে বুঝি ডাকছে। এর আগে আমি পার্কে কোকিলের ডাক শুনেছি। ভালো লেগেছে। আজ ডাকটা বড় মধুর লাগছে। কেন? জীবন ফুরিয়ে আসছে বলে? আমি বিছানায় শুয়ে আছি পাঁচ দিন। এক মাস ছিলাম হাসপাতালে।Read More →