১ / ১১
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের মুখোমুখি ভারত এবং পাকিস্তান। সেই দুবাইয়ের মাঠেই। যে মাঠে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। রবিবার ফের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে কোন ক্রিকেটারের বিরুদ্ধে লড়াই কোন ক্রিকেটারের? দেখে নেওয়া যাক সেগুলি।
২ / ১১
রোহিত শর্মা বনাম হ্যারিস রউফ: দুবাইয়ের মাঠে ভারত অধিনায়ক চাইবেন শুরু থেকেই রানের গতি বাড়াতে। তাঁর হাতে রয়েছে পুল, হুকের মতো অস্ত্র। যা বিপদে ফেলতে পারে পাক বোলারদের।
Advertisement
Advertisement
৩ / ১১
রোহিতের বিরুদ্ধে পাকিস্তান এগিয়ে দিতে পারে হ্যারিসকে। তাঁর হাতে রয়েছে বৈচিত্র্য। পাক পেসারের বাউন্সার রোহিতকে চাপে রাখতে পারে।
৪ / ১১
বাবর আজম বনাম ভুবনেশ্বর কুমার: পাকিস্তানের এই দলের অন্যতম সেরা ব্যাটার বাবর। তিনি মাঠে থাকলে ভারতের কপালে দুঃখ রয়েছে। ছন্দে রয়েছেন তিনি। ৭৪টি ম্যাচে ২৬৮৬ রান করেছেন বাবর। রয়েছে একটি শতরানও। পাকিস্তান চাইবে তিনি ক্রিজে থাকুন শেষ পর্যন্ত।
Advertisement
৫ / ১১
বাবরকে ফেরাতে ভারতের অস্ত্র হতে পারেন ভুবনেশ্বর। তাঁর বিষাক্ত সুইং বাবরকে বিপদে ফেলতে পারে। শুরুতেই বাবরকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্য থাকবে ভারতের। সেই কাজটাই করতে হবে ভুবনেশ্বরকে।
৬ / ১১
বিরাট কোহলী বনাম উসমান কাদির: দীর্ঘ দিন রানে নেই বিরাট। এশিয়া কাপে তিনি চাইবেন রানে ফিরতে। বিরাট রানে ফিরলে বিপদে পড়তে পারে যে কোনও দল। পাকিস্তানের বিরুদ্ধে সেই চেষ্টাই করবেন বিরাট।
৭ / ১১
বিরাট কখনও খেলেননি পাকিস্তানের কাদিরের বিরুদ্ধে। শাহিন আফ্রিদি নেই। কাদিরের মতো লেগ স্পিনারের বিরুদ্ধে বিপাকে পড়তে পারেন বিরাট। পাকিস্তান চাইবে শুরুতেই কাদিরকে এনে বিরাটকে চাপে ফেলতে।
৮ / ১১
হার্দিক পাণ্ড্য বনাম শাদাব খান: ভারতের অন্যতম অস্ত্র হার্দিক। ব্যাটে, বলে তিনি পাকিস্তানের ঘুম উড়িয়ে দিতে পারেন। দ্রুত রান তোলা হোক বা বিপক্ষের জুটি ভাঙা, হার্দিক সব কিছুতেই কার্যকর।
৯ / ১১
হার্দিকের উত্তর হিসাবে পাকিস্তানের হাতে রয়েছেন শাদাব। পাকিস্তানের সহ-অধিনায়ক অলরাউন্ডার। দুই অলরাউন্ডারের লড়াই দেখতে পারেন সমর্থকরা। স্পিনার শাদাব ভারতের ব্যাটারদের বিপদে ফেলতে পারেন।
১০ / ১১
মহম্মদ রিজওয়ান বনাম অর্শদীপ সিংহ: ১০ মাস আগে বাবরের সঙ্গে রিজওয়ান শেষ করে দিয়েছিলেন ভারতকে। ১০ উইকেটে জিতেছিল পাকিস্তান। সেই ব্যাটার এ বারেও ভারতকে ভোগাতে পারেন।
১১ / ১১
ভারত খেলাতে পারে তরুণ বাঁহাতি পেসার অর্শদীপকে। তিনি চাপে ফেলে দিতে পারেন রিজওয়ানকে। যদিও প্রথম বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার উত্তেজনা থাকবে অর্শদীপের উপর। তাঁর লক্ষ্য থাকবে বড় ম্যাচে নজর কাড়া।