মিলবে ৯০০ GB ডেটা, চলবে অনেকদিন – Jio ও Airtel-র এই প্ল্যান আছে আপনার জন্য!

1/4মিলবে বেশি ডেটা, চলবে বেশিদিন – অনেকেই সেরকম রিচার্জ প্ল্যানের সন্ধান করে থাকেন। তেমনই কয়েকটি রিচার্জ প্ল্যান আছে রিলায়েন্স জিয়ো, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার। যে প্ল্যানগুলির ভ্যালিডিটি ৩৬৫ দিন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)

রিলায়েন্স জিয়োর ২,৯৯৯ টাকার প্ল্যান -- ১) ৩৬৫ দিনের ভ্যালিডিটি। ২) দৈনিক ২.৫ GB হাইস্পিড ডেটা পাওয়া যায়। দৈনিক সীমা পেরিয়ে গেলে ডেটার স্পিড কমে দাঁড়ায় ৬৪ Kbps। সেই হিসেবে এক বছরে ৯১২.৫ GB ডেটা পাওয়া যাবে। ৩) দৈনিক বিনামূল্যে ১০০ টি এসএমএস পাওয়া যাবে। ৪) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে। ৫) বিনামূল্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-র সাবস্ক্রিপশন পাবেন। (ছবিটি প্রতীকী)
2/4রিলায়েন্স জিয়োর ২,৯৯৯ টাকার প্ল্যান — ১) ৩৬৫ দিনের ভ্যালিডিটি। ২) দৈনিক ২.৫ GB হাইস্পিড ডেটা পাওয়া যায়। দৈনিক সীমা পেরিয়ে গেলে ডেটার স্পিড কমে দাঁড়ায় ৬৪ Kbps। সেই হিসেবে এক বছরে ৯১২.৫ GB ডেটা পাওয়া যাবে। ৩) দৈনিক বিনামূল্যে ১০০ টি এসএমএস পাওয়া যাবে। ৪) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে। ৫) বিনামূল্যে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-র সাবস্ক্রিপশন পাবেন। (ছবিটি প্রতীকী)
এয়ারটেলের ২,৯৯৯ টাকার প্ল্যান – ১) ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। ২) দৈনিক ২ GB হাইস্পিড ডেটা মিলবে। সেই হিসেবে এক বছরে মোট ৭৩০ GB ডেটা পাওয়া যাবে। ৩) আনলিমিটেড ভয়েস কলিং করা যাবে। ৪) দিনে বিনামূল্যে ১০০ টি এসএমএস করতে পারবেন। ৫) ৩০ দিনের অ্যামাজন প্রাইম ভিডিয়োর ট্রায়াল পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/4এয়ারটেলের ২,৯৯৯ টাকার প্ল্যান – ১) ৩৬৫ দিনের ভ্যালিডিটি পাবেন। ২) দৈনিক ২ GB হাইস্পিড ডেটা মিলবে। সেই হিসেবে এক বছরে মোট ৭৩০ GB ডেটা পাওয়া যাবে। ৩) আনলিমিটেড ভয়েস কলিং করা যাবে। ৪) দিনে বিনামূল্যে ১০০ টি এসএমএস করতে পারবেন। ৫) ৩০ দিনের অ্যামাজন প্রাইম ভিডিয়োর ট্রায়াল পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
ভোডাফোন আইডিয়ার ৩,০৯৯ টাকার প্ল্যান -- ১) ৩৬৫ দিনের ভ্যালিডিটি মিলবে। ২) দৈনিক ১.৫ GB হাইস্পিড ডেটা পাবেন। মোট ৫৪৭.৫ GB ডেটা পাবেন এক বছরে। ৩) বিনামূল্যে ১০০ টি এসএমএস করতে পারবেন। ৪) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে। ৫) ‘অল-নাইট’, ‘উইকেন্ড ডেটা রোলওভার’ এবং ‘ডেটা ডিলাইট’-এর মতো সুবিধা আছে। ৬) Disney+Hotstar-র সাবস্ক্রিপশন পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/4ভোডাফোন আইডিয়ার ৩,০৯৯ টাকার প্ল্যান — ১) ৩৬৫ দিনের ভ্যালিডিটি মিলবে। ২) দৈনিক ১.৫ GB হাইস্পিড ডেটা পাবেন। মোট ৫৪৭.৫ GB ডেটা পাবেন এক বছরে। ৩) বিনামূল্যে ১০০ টি এসএমএস করতে পারবেন। ৪) আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা আছে। ৫) ‘অল-নাইট’, ‘উইকেন্ড ডেটা রোলওভার’ এবং ‘ডেটা ডিলাইট’-এর মতো সুবিধা আছে। ৬) Disney+Hotstar-র সাবস্ক্রিপশন পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.