বাংলাদেশী ব্যাবসায়ীদের চক্রান্তে বাংলাদেশের বন্দরে আটক বহু ভারতীয় ট্রাক ড্রাইভার, হাসিনা সরকারে কাছ থেকে সদুত্তরের অপেক্ষায় দিন গুনছেন ভারতীয়রা

বাংলাদেশী ব্যাবসায়ীদের চক্রান্তের ফলে বাংলাদেশের (Bangladesh) বিভিন্ন বন্দরে আটকে পড়েছেন ভারতীয় ট্রাক ড্রাইভার , যারা প্রত্যেকেই হিন্দু।

বাংলাদেশের হিলি (Hili) ও পানামা বন্দরে (Panama port) এই মুহূর্তে আটক আছেন কমপক্ষে ৭৫ জন ভারতীয় ট্রাক ড্রাইভার।
ড্রাইভারদের বক্তব্য , ইচ্ছে করে বা বিশেষ কোনো অজ্ঞাত কারণে কিছুতেই ট্রাক থেকে মাল খালাস করছে না বাংলাদেশী ব্যাবসায়ীরা। ফলে দিনের পর দিন বন্দরেই আটকে আছেন তারা।বহু অনুনয় বিনয় করেও কোনো লাভ হচ্ছেনা বা হয়নি , উল্টে তাদের সাথে প্রতিদিন দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ।

সূত্রের খবর , ইতিমধ্যেই আটক থাকা ভারতীয় ট্রাক ড্রাইভাররা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister , Seikh Hasina) ও ভারতীয় দূতাবাসে (Indian Consulate) তাদের ছেড়ে দেওয়ার করুন আর্জি জানিয়েছেন।
বাংলাদেশ সরকার (Bangladesh Government) থেকে কোনো সদুত্তর পাওয়া না গেলেও ভারতীয় দূতাবাস থেকে আস্বস্ত করা হয়েছে যে খুব দ্রুত বাংলাদেশের দুই বন্দরে (হিলি ও পানামা ) তে আটক ভারতীয় ট্রাক ড্রাইভারদের ছাড়িয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.