ইরানের সঙ্গে আমেরিকার সংঘর্ষে বিশ্বযুদ্ধের আশঙ্কা

আমেরিকা ও ইরানের মধ্যে কূটনৈতিক সংঘর্ষ ও যুদ্ধের হুমকি বড়সড় বিপদের মুখে ঠেলে দিচ্ছে বিশ্বকে৷ এখান থেকেই বিশ্বযুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে৷ এমনই আশঙ্কা করেন বিশ্বের প্রবীণতম ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মহম্মদ৷ মার্কিন টিভি চ্যানেলে সাক্ষাতকার দিতে গিয়ে তিনি বলেছেন- মার্কিন যুক্তরাষ্ট্র অনবরত ইরানের বিরুদ্ধে উসকানি দিয়ে যাচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সূচনা হতে পারে। সেই সংঘর্ষের ফল হবে ভয়াবহ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন তিনি৷

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার মাঝে মাহাথির মহম্মদ মার্কিন টিভি চ্যানেল সিএনবিসিকে এই সাক্ষাতকার দেন৷ সেটি সম্প্রচারিত হওয়ার পরেই ছড়িয়েছে আলোড়ন৷ তিনি বলেছেন, এক বছর আগে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ আর সম্প্রতি পারস্য উপসাগরে তারা সামরিক শক্তিকে বাড়িয়ে তুলেছে৷ তাদের এই পদক্ষেপের কারণে মধ্যপ্রাচ্যকে একটি বড়সড় যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

পারস্য উপসাগরে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর দুটি জাহাজে রহস্যজনক কমান্ডো অভিযান থেকে নতুন করে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত পরিস্থিতি তীব্র হয়৷ আরব দেশগুলির দাবি, কমান্ডো পাঠিয়েছিল ইরান৷ পরে সেই রেশ ধরে পারস্য উপসাগরের অতি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অভিমুখে মার্কিন রণতরী পাঠানো হয়৷ পাল্টা ইরানি নৌ সেনা অবস্থান নেয়৷ গত বৃহস্পতিবার ভোরে ইরানের সেনা একটি মার্কিন গোয়েন্দা ড্রোনকে গুলি করে ধংস করে৷ তখন তার পাশেই ছিল সেনা বহনকারী একটি মার্কিন বিমান৷ পরে তেহরানে সাংবাদিক সম্মেলনে ইরান দাবি করে, ড্রোনটি ধংস করার সময় ছাড় দেওয়া হয়েছিল মার্কিন সেনা বিমানকে৷

পারস্য উপসাগরের বুকে এমন পরিস্থিতিতে বিশ্বযুদ্ধের আশঙ্কা উসকে দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী৷ তিনি বলেছেন, আমেরিকার পক্ষ থেকেই ইরানকে অনবরত উসকানি দেওয়া হচ্ছে। তারা যদি যুদ্ধে জড়ায় তাহলে সেটা ইরান- আমেরিকা যুদ্ধ হিসেবে থাকবে না। এটি একটি বিশ্বযুদ্ধে রূপ নেবে। এই পরিস্থিতি ঠেকাতে বিশ্বের সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিশ্বের প্রবীণতম প্রধানমন্ত্রীর বয়স ৯৩ বছর৷ তিনি মালয়েশিয়ার ক্ষমতায় আসার আগে দেশটি প্রবল রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছিল৷ সাক্ষাতকারে মোহাথির মহম্মদ জানান, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ সেই কারণে থেকে মালয়েশিয়াও ক্ষতিগ্রস্ত। ফলে ইরানের মতো ভালো অংশীদারের সঙ্গে ব্যবসা করতে পারছে মালয়েশিয়া।

মার্কিন মুলুকের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ফের ট্রাম্প জয়ী হলে আন্তর্জাতিক ক্ষেত্রে বড় বিপদ ঘনিয়ে আসবে বলেই জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.