শ্রীলঙ্কায় সিরিয়াল ব্লাস্টে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯০, আহত ৫০০রও বেশী।এই বিস্ফোরণে ৫ ভারতীয়ও মারা গিয়েছে বলে শ্রীলঙ্কার তরফে ভারতীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই বিস্ফোরণগুলির সঙ্গে যুক্ত সন্দেহভাজন ১৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিশ্বজুড়ে এই বিস্ফোরণের নিন্দা করেছেন সব রাজনেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র গাঁধী বিস্ফোরণের নিন্দা করে বলেন,এশিয়ায় এধরনের সন্ত্রাসমূলক ঘটনার কোনও জায়গা নেই। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেজা মে ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন নিজের ধর্ম অনুসরণ করতে যেন কোনও নাগরিক ভয় না পান সেজন্য বিশ্ববাসীকে একজোট হতে হবে।
রবিবার সকাল ৮.৩০ য় শ্রীলঙ্কার আটটি জায়গায় পরিকল্পনা মাফিক বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এরমধ্যে রাজধানী কলোম্বোর ৩টি বিলাসবহুল হোটেল, দেশজুড়ে বেশ কয়েকটি গির্জা ও চ্যাপেল ও কয়েকটি জনপ্রিয় হোটেলে বিস্ফোরণ ঘটায়। বাত্তিকালোয়ায় যে গির্জায় বিস্ফোরণ ঘটানো হয়, সেটি ২০০ বছর পুরনো ছিল। বিস্ফোরণে গির্জাটির ছাদ উড়ে যায়। ঘটনায় তদন্ত করছে পুলিশ।