শেষ পর্যন্ত তালিবানদের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধের ঘোষণা করল নর্দান অ্যালাইন্স। আফগান নাগরিক মরতে রাজি কিন্তু তালিবানদের অধীনে থাকতে রাজি নয়। এমনটাই সূত্রের খবর।
এদিকে তালিবান ও নর্দান অ্যালাইন্স এর শান্তি চুক্তির প্রয়াস বাতিল হয়েছে। আজ উভয় তরফের মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক হয়। তালিবানদের তরফে অ্যালাইন্স নেতা মাসুদ আহমেদকে গভর্নর হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সূত্রের খবর, তালিবানদের এই প্রস্তাব খারিজ করেছে নর্দান অ্যালাইন্স। অন্যদিকে নর্দান অ্যালাইন্স এর প্রস্তাব মানতে চায়নি তালিবান।
আফগানিস্তানের ১০০ শতাংশ দখল করতে মরিয়া তালিবান। কিন্তু পাঞ্জশির প্রদেশ দখল করতে গিয়ে বার বার প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে তাদের। শনিবার রাতেই স্বাধীন পাঞ্জশির এলাকা দখল করার উদ্দেশ্যে বিশাল সংখ্যক তালিবান বন্দুকবাজ ঢোকার চেষ্টা করলে, শুরু হয় নর্দান আলাইন্স ও তালিবানদের মধ্যে গুলির লড়াই।
শেষ খবর পাওয়া পর্যন্ত পাঞ্জশির জুড়ে যুদ্ধের আবহ। তালিবানরা এখনও দখল নিতে পারেনি পাঞ্জশির। অন্যদিকে নর্দান আলাইন্স এর যোদ্ধারা এখন রীতিমত দাপিয়ে বেড়াচ্ছে এলাকা জুড়ে। তালিবানি অনুপ্রবেশে রুখতে চলছে দফায় দফায় তল্লাশি অভিযান ।
https://twitter.com/PanjshirProvin1/status/1431162085543657473