প্রবল ঠাণ্ডায় কাঁপছে পাকিস্তানের বিভিন্ন প্রান্ত| ঠাণ্ডার কামড় সর্বাধিক পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে| বিগত ২৪ ঘন্টায় শুধুমাত্র বালুচিস্তান প্রদেশেই মাত্রাতিরিক্ত ঠাণ্ডা ও তুষারপাতের কারণে প্রাণ হারিয়েছেন ২২ জন| এছাড়াও পাকিস্তানের পঞ্জাব প্রদেশ, আজাদ জম্মু ও কাশ্মীর এবং সিন্ধু প্রদেশেও অনেকের মৃত্যু হয়েছে| সবমিলিয়ে এখনও পর্যন্ত পাকিস্তানে ঠাণ্ডা ও তুষারপাতের কারণে প্রাণ হারিয়েছেন ৪১ জন| প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান ইমরান জারকোন জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বালুচিস্তান প্রদেশে ২২ জনের মৃত্যু হয়েছে| প্রবল তুষারপাতের কারণে বাড়ির ছাদ ভেঙে এবং ঠাণ্ডায় ২২ জনের মৃত্যু হয়েছে| পঞ্জাব প্রদেশে ৩ জনের মৃত্যু হয়েছে, আজাদ জম্মু ও কাশ্মীরে মৃতের সংখ্যা ১৫ জন, সিন্ধু প্রদেশে মৃত্যু হয়েছে একজনের| বালুচিস্তান প্রদেশের অবস্থা সবথেকে খারাপ| রাস্তায় জমে গিয়েছে বরফ| ঠাণ্ডায় কাঁপছে সাধারণ মানুষ|
2020-01-14