সোমবার রেকর্ড গড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক সেনসেক্স। স্পর্শ করল ৩৯, ০১৭.০৬ পয়েন্ট। শুক্রবারই অনেকটা ওপরে উঠে দিন শেষ করেছিল। সোমবার নতুন অর্থবর্ষ শুরুর দিন, বাজার খুলতেই সেনসেক্স তৈরি করল ইতিহাস। এদিন বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৩০০ পয়েন্টের বেশি ওপরে উঠে যায়। মেটাল, অটো ও ফিনান্সিয়াল স্টকের সাড়া ইতিবাচক হওয়ায় তৈরি হল রেকর্ড। সেনসেক্স বাড়ল ৩৫৬ পয়েন্ট বা ০.৯২ শতাংশ।
বেড়েছে নিফটিও। অনেকটা ওপরে উঠে ছুঁয়ে ফেলেছে ১১,৭০০ পয়েন্টের সীমা। নিফটি বেড়েছে ৯১ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ। এদিন শেয়ার বাজারে খুব ভালো ফল করেছে টাটা স্টিল, টাটা মোটরস, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাংকের শেয়ার। নিফটির ৫০টির মধ্যে ৩৪টি সংস্থাই ভালো ফল করলেও, সেনসেক্সের বিদ্যুৎ ক্ষেত্র কিছুটা পড়েছে। শুধু ভারতীয়ই নয়। এশীয় বাজারও এদিন ইতিবাচক শুরু করেছে।
সম্প্রতি চিন-মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনার অগ্রগতি ঘটেছে। যাতে চিনে উত্পাদন শিল্পে বড় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, তার ফলেই বাজার চাঙ্গা হয়েছে।